শুক্রবার বিকালে প্রবল ভূমিকম্প হল ইন্দোনেশিয়ায়

Spread the love

শুক্রবার বিকালে প্রবল ভূমিকম্প হল ইন্দোনেশিয়ায়। স্থানীয় সময় বিকাল পাঁচটা বেজে দুই মিনিটে সুলাওয়েসি দ্বীপের কাছে কম্পন অনুভূত হয়। আবহবিদরা সুনামির সতর্কতা জারি করেছেন।

আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, দুবার কম্পন অনুভূত হয়।  প্রথমবার রিখটার স্কেলে কম্পাঙ্ক ছিল ৭.৭ ও দ্বিতীয়বার ৭.৫। সরকার জানিয়েছে, একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত কমপক্ষে ১০। বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। যেখানে ভূমিকম্প হয়েছে, তা অত্যন্ত দুর্গম এলাকা। ফলে খবর আসতে দেরি হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হওয়া অসম্ভব নয়।
এর আগে জুলাই-অগাস্ট মাসে একাধিক ভূকম্পে লম্বক দ্বীপে প্রায় ৫০০ মানুষ মারা যান।  ওই দ্বীপটি সুলাওয়েসি দ্বীপের কয়েকশ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত।

২০০৪ সালে ইন্দোনেশিয়ায় ভূকম্পের ফলে ভারত মহাসাগরে সুনামি সৃষ্টি হয়। ১৩ টি দেশে ২ লক্ষ ২৬ হাজার মানুষ মারা গিয়েছিলেন। শুধু ইন্দোনেশিয়াতেই মারা গিয়েছিলেন প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*