সমুদ্রে ভেঙে পড়ল ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের যাত্রীবাহী বিমান

Spread the love
ওড়ার খানিকক্ষণে মধ্যেই সমুদ্রে ভেঙে পড়ল ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের যাত্রীবাহী বিমান। যাত্রীদের খোঁজে শুরু হয়েছে উদ্ধারকাজ।
সোমবার সকালে ৬টা ২০ মিনিট নাগাদ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড়েছিল লায়ন এয়ারের একটি যাত্রীবাহী বিমান। কিন্তু টেক-অফ করার মিনিট তেরো পর থেকেই আর হদিশ পাওয়া যাচ্ছিল না ওই বিমানের। বিমানের খোঁজে শুরু হয় সার্চ অপারেশ। আচমকাই এ ভাবে একটি যাত্রীবাহী বিমান উধাও হয়ে যাওয়ায় আতঙ্ক ছড়ায় জাকার্তায়। এয়ারন্যাভ ইন্দোনেশিয়ার মুখপাত্র ইয়োহ্যানেস হ্যারি ডগলাস জানান, কোনও ভাবেই যোগাযোগ সম্ভব হচ্ছে না ইন্দোনেশিয়ান লায়ন এয়ারের ওই যাত্রীবাহী বিমানটির সঙ্গে। জানা গিয়েছে, জাকার্তা থেকে বিমানটি সুমাত্রার দিকে রওনা হয়েছিল। জাকার্তা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল ছ’টা তেত্রিশ মিনিটের পর আর যোগাযোগ করা যায়নি ওই বিমানের পাইলটদের সঙ্গে।
বিমানের খোঁজ সার্চ অপারেশ শুরু কিছুক্ষণের মধ্যেই জানা যায় ক্র্যাশ করেছে ওই বিমানটি। ইন্দোনেশিয়ার সার্চ এবং রেসকিউ এজেন্সির মুখপাত্র ইউসুফ লতিফ জানিয়েছেন, লায়ন এয়ারের বিমানটি ভেঙে পড়েছে সমুদ্রের উপর। এয়ার ট্রায়াকিং এজেন্সি ফ্লাইটর‍্যাডার জানিয়েছে লায়ন এয়ারের ওই যাত্রীবাহী বিমানটি ছিল বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেল। এ দিকে লায়ন এয়ার কর্তৃপক্ষের তরফে এখনও জানানো হয়নি ওই বিমানে কতজন যাত্রী ছিলেন। বর্তমানে যাত্রীদের অবস্থা কী সেই বিষয়েও কোনও মন্তব্য করেনি বিমান কর্তৃপক্ষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*