পেপসিকো-র চিফ এগজিকিউটিভ অফিসারের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত ইন্দ্রা নুয়ি। তাঁর জায়গায় আসছেন পেপসিকো-র প্রেসিডেন্ট র্যামন লাগুয়ার্টা। ইন্দ্রা গত ২৪ বছর পেপসিকো সংস্থায় আছেন। তিনি ২০০৬ সাল থেকে পেপসিকো-র সিইও পদে ছিলেন। তাঁর জমানায় বিশাল লাভের মুখ দেখে সংস্থা।
ইন্দ্রা আগামী ২০১৯ সাল পর্যন্ত পেপসিকোয় থাকবেন বলে সংস্থার প্রেস বিবৃতিতে জানা গিয়েছে। ইন্দ্রা চেয়ারম্যান অফ বোর্ড হিসেবেই থাকবেন। আগামী ৩ অক্টোবর র্যামন ইন্দ্রার স্থলাভিষিক্ত হবেন।
ইন্দ্রার পদে যিনি আসছেন সেই র্যামন গত ২২ বছর ধরে পেপসিকোতে আছেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি বহু দায়িত্ব সামলেছেন।
বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০ জন নারীর তালিকায় অনেকবারই নাম থেকেছে ইন্দ্রার। ২০১৪ সালে ফোর্বসের তালিকায় তেরো নম্বরে নাম ছিল ইন্দ্রার। এর পর ২০১৫ সালে তাঁর নাম উঠে আসে দুই নম্বরে।
মাদ্রাজের এক তামিল পরিবারে জন্ম ইন্দ্রার। পড়াশোনায় তুখোড় ছিলেন আগাগোড়াই। পদার্থবিদ্যা, রসায়ন ও গণিত নিয়ে পাশ করার পর তিনি কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন। পরে অবশ্য আমেরিকায় গিয়ে আরও অনেক পড়াশোনা করেন তিনি। ১৯৯৪ সালে যোগ দেন পেপসিকোতে। ঝীবনে অসংখ্য পুরস্কার ও সম্মান পেয়েছেন ইন্দ্রা।
Be the first to comment