ভোট বন্ধ করতে হতো ! মত কোভিড পজিটিভ ইন্দ্রানী দত্তের

Spread the love

করোনাভাইরাস ভয়ংকর রূপ নিয়েছে দেশজুড়ে ৷ সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরাও নিত্যদিন কোভিডে আক্রান্ত হচ্ছেন ৷ জিৎ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের ছেলে উজান, কৌশিক সেন ও রিমি সেনের পর এ বার সেই তালিকায় অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত ‌।

আক্রান্ত হওয়ার ২ সপ্তাহ আগে কোভিডের প্রথম টিকাটি নিয়েছিলেন অভিনেত্রী ৷ বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন ৷ তবে করোনার বাড়-বাড়ন্তের জন্য রাজনৈতিক নেতানেত্রীদের দুষেছেন তিনি ৷

গাড়ির চালকের থেকেই তিনি সংক্রমিত হয়েছেন বলে সন্দেহ করছেন ইন্দ্রাণী দত্ত ৷ কাশি হচ্ছে দেখেই তিনি কোভিড পরীক্ষা করান ৷ তাতেই রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তারপর থেকেই একই বাড়িতে একেবারে আলাদা ফ্লোরে থাকছেন অভিনেত্রী ৷ বর্তমানে তিনি জিয়ন কাঠি নামে এক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করছিলেন । তবে সব সুরক্ষা ব্যবস্থা নিয়েই তিনি শ্যুটিং করছিলেন বলে জানিয়েছেন ৷

কোভিডে আক্রান্ত হওয়ার পর তাঁর কন্যা তথা অভিনেত্রী রাজনন্দিনী তাঁর যাবতীয় যত্ন নিচ্ছেন বলে জানিয়েছেন ইন্দ্রাণী দত্ত ৷ ফেসবুকে নিজের সংক্রমিত হওয়ার খবর জানিয়ে ইন্দ্রাণী লিখেছেন, “কাশি ছিল, রাতে ঘুম আসছিল না ৷ আমার মেয়ে আমার যত্ন নেওয়া শুরু করল ৷ আমি অবাক হয়ে গেলাম ৷ আমার কোভিড রিপোর্ট পজিটিভ আসায় ও খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে ৷ ও আমার সিটি স্ক্যান করাতে নিয়ে যায় ৷

তবে কোভিডের সংক্রমণ বৃদ্ধির জন্য রাজনৈতিক দলগুলিকেই দায়ী করেছেন ইন্দ্রাণী দত্ত ৷ তাঁর মতে, “বাঙালির সবচেয়ে বড় উত্সব দুর্গাপুজোকে আমরা ত্যাগ করতে পারলাম ৷ আর নির্বাচনটা বন্ধ করতে পারলাম না ৷ এই অপরিস্থিতিতে ভোট হওয়াই উচিত হয়নি ৷” আংশিক লকডাউন না-করে বেশ কিছুদিন পূর্ণ লকডাউন করলে তবেই করোনার সংক্রমণ রোখা সম্ভব বলে মনে করেন তিনি ৷ তবে শ্রমিকদের জন্য ও দেশের অর্থনীতির জন্য সেটা কতটা ঠিক হবে, তা নিয়েও সন্দিহান তিনি ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করি আমরা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*