প্রয়াত বিশিষ্ট শিল্পপতি রাহুল বাজাজ, শোকপ্রকাশ মমতার

Spread the love

নৃত্য, সঙ্গীত, কলা জগতের পর এবার শিল্পজগতে শোকের ছায়া ৷ প্রয়াত বাজাজ গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রাহুল বাজাজ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। শনিবার দুপুর আড়াইটে নাগাদ বাড়ির সদস্যদের উপস্থিতিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বিবৃতি দিয়ে রাহুল বাজাজের মৃত্যুর খবর জানায় বাজাজ গ্রুপ। স্ত্রী রূপা বাজাজ আগেই গত হন। রেখে গেলেন শুধু দুই ছেলে, এক মেয়ে এবং তাদের পরিবারের সদস্যদের ৷ রাহুল বাজাজের মৃত্যুর খবর শুনেই টুইটারে শোকপ্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বার্ধক্যজনিত সমস্যা তো ছিলই, নিউমোনিয়াতেও ভুগছিলেন রাহুল বাজাজ ৷ এক মাসের বেশি সময় ধরে তিনি ভর্তি ছিলেন রুবি হল ক্লিনিকে ৷ তাঁর হার্টেও সমস্যা ছিল ৷ ১৯৬৪ সালে বাজাজ অটোর চিফ এক্সিগিউটিভ অফিসার হন ৷ নিজের অক্লান্ত পরিশ্রমে বাজাজ অটোকে দেশের প্রথম সারির শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন ৷ ৪০ বছর তিনি ছিলেন বাজাজ গ্রুপের চেয়ারম্যান ৷ তবে গত বছর এপ্রিলে বাজাজ অটোর চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান ৷ মৃত্যর সময় পর্যন্ত এমিরিটাস ফার্মের চেয়ারম্যান ছিলেন ৷

দেশের অটোমোবাইল ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০০১ সালে তাঁকে তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ দেওয়া হয় ৷ রাজ্যসভার সাংসদও হন তিনি ৷ ২০২১ সালের ফোবর্সের ধনী তালিকায় রাহুল বাজাজের ব়্যাঙ্ক ছিল ৪২১ ৷ তাঁর সম্পত্তির পরিমাণ ৮.২ বিলিয়ন ডলার ৷

শিল্পপতির প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক নেতারা ৷ নিতিন গড়করি থেকে নারায়ণ রানে, অরবিন্দ কেজরিওয়াল, শিবরাজ সিং চৌহান, সুপ্রিয়া সুলে, নবাব মালিক টুইটে শোকপ্রকাশ করেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*