আলিপুরদুয়ারের তপসিখাতায় গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল নেতা। নাম রঙ্গলাল চৌধুরি। আর এক তৃণমূল নেতা ও তাঁর স্ত্রীকে লক্ষ্য করেও গুলি চালানো হয় বলে খবর। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
বুধবার রাতে প্রথমে স্থানীয় তৃণমূল নেতা প্রিয়তোষ অধিকারী ও তাঁর স্ত্রী মাম্পি রায় অধিকারীকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী। তা লক্ষ্যভ্রষ্ট হলে তাঁদেরকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর রঙ্গলাল চৌধুরি নামে আর এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাঁর মাথায় গুলি লাগে। প্রথমে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাঁকে শিলিগুড়ি রেফার করা হয়। তাঁর অবস্থা এখন আশঙ্কাজনক।
আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূল সভাপতি বাবলু কর বলেন, বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
Be the first to comment