আক্রান্ত বিজেপি সমর্থকের ছেলে, সকাল সকাল হাসপাতালে ছুটলেন রুদ্রনীল ঘোষ

Spread the love

শুক্রবার সকালে রুদ্রনীল ঘোষ হঠাৎ হাজির এসএসকেএম ট্রমা কেয়ারে। শুক্রবার সকালে সেখানে উপস্থিত হলেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপি সমর্থকের ছেলেকে ইচ্ছাকৃত ভাবে বাইক থেকে ফেলে দিয়েছে তৃণমূলের লোকজন।

এ দিন হাসপাতালে এসে রুদ্রনীল জানালেন, গতকাল বৃহস্পতিবার ববি হাকিমের আশ্রিত গুন্ডাবাহিনী বিজেপি সমর্থক সাইমা আহমেদের ছেলেকে বাইক থেকে ফেলে দিয়েছে। এ ছাড়া ভবানীপুর এলাকায় তৃণমূল বিভিন্ন সমাজ বিরোধী কাজকর্ম করছে বলে ও উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, এলাকায় যারা যারা বিজেপি করছে তাদেরকে মারধর করা হচ্ছে।

বিজেপি সমর্থক সাইমা আহমেদের ছেলে হাসপাতালে ভর্তি আছে। অভিযোগ, গতকাল এই সাইমা আহমেদের ১৩ বছর বয়সী ছেলে যখন বাইকে করে যাচ্ছিল, তখন ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারা হয় তাকে। পড়ে গেলে তার হাতের উপর থেকে গাড়ি চালিয়ে দেওয়া হয়। সেই সাইমা আহমেদকে সঙ্গে নিয়ে রুদ্রনীল তাঁর ছেলেকে দেখতে আসলেন এসএসকেএম-এ। সাইমার বক্তব্য, তাঁর ছেলে শিক্ষকের কাছ থেকে নোট আনতে যাচ্ছিল সেই সময় ববি হাকিমের আশ্রিত দুষ্কৃতীরা ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার হাতের উপর থেকে গাড়ি চালিয়ে দেয়।

ববি হাকিমকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন রুদ্রনীল ঘোষ। তৃণমূলের তরফ থেকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আতঙ্কিত সাইমা। এ দিকে, গতকালই নির্বাচন কমিশনে ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসেছেন রুদ্রনীল। তাঁর দাবি, বার বার তাঁর ওপর আক্রমণের চেষ্টা করছে ববি হাকিমের লোকজন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*