মহরমের তাজিয়ায় চলল এলোপাথাড়ি গুলি, গুলিবিদ্ধ ৬ বছরের এক শিশু

Spread the love

মহরমের তাজিয়ার মধ্যেই চললো এলোপাথাড়ি গুলি। আর এই গুলি চালনার ঘটনায় আহত হয়েছে এক শিশু ৷ ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া থানার মধ্য সাহাপুর এলাকায়। গুলিবিদ্ধ শিশু বর্তমানে মালদহের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।

জানা গিয়েছে, ওই শিশুর নাম আব্দুল রাজ্জাক। বয়স ৬ বছর। এলাকারই স্থানীয় বাসিন্দা সে ৷ শিশুটির বাবা শেখ আফসার জানান, ওই এলাকায় মহরমের শোভাযাত্রা বের হয়েছিলো। সেই সময় শোভাযাত্রাটি তাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। সেখানে অন্যান্য পাড়া প্রতিবেশীর সাথে ওই শিশুটি দাঁড়িয়ে মহরমের শোভাযাত্রা দেখছিল। হঠাৎ করে এলোপাথাড়ি পরপর গুলি চলতে শুরু করে। ঘটনায় গুলিবিদ্ধ হয় আব্দুল রাজ্জাক।

শোভাযাত্রার মধ্যে প্রথমে ওই শিশুটির যে গুলি লেগেছে, তা কেউ বুঝতে পারেননি ৷ পরে ওই শিশুর চিৎকারে ও তাঁকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তে দেখে ছুটে আসেন সবাই ৷ গুলিবিদ্ধ অবস্থায় পরিবারের সদস্য ও গ্রামের বাসিন্দারা তাকে উদ্ধার করে সেখান থেকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হতে থাকলে সেখান থেকে তাকে তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আব্দুল ৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার বুকের ওপরে দুটি গুলি লেগেছে। তার চিকিৎসা চলছে। এদিকে এই ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রতুয়া থানার পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রতুয়া থানার পুলিশ যায়৷ নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় সেই কারণে পুলিশ টহলদারি করছে। কি কারনে বা কারা এই গুলি চালালো ঘটনায় তদন্ত শুরু করেছে রতুয়া থানা পুলিশ। রতুয়া থানার OC কুণাল দাস বলেন, ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ তবে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*