INS Angre-তে আক্রান্ত ভারতীয় নৌবাহিনীর ২০ জন

Spread the love

ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ভারতের করোনা পরিস্থিতি। এবার ভারতীয় নৌবাহিনীতেও করোনা হানা। বাণিজ্য নগরী মুম্বইতে করোনা আক্রান্ত হলেন ২০ জন ভারতীয় নৌবাহিনীর কর্মী। আক্রান্তদের নাভাল হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোন কোন ব্যক্তিরা ওই কর্মীদের সংস্পর্শে এসেছিল, তার খোঁজে রীতিমতো অভিযান চালানো হচ্ছে।

এই প্রথম ভারতীয় নৌবাহিনীতে করোনার প্রকোপ ধরা পড়ল। আরও ঠিক কতজন কর্মী এই মারণ ভাইরাসের সংস্পর্শে এসেছে, তার খোঁজ চালাচ্ছে নৌ বাহিনী। আক্রান্ত কর্মীরা প্রত্যেকেই আইএনএস আংরে যুদ্ধজাহাজে কর্মরত ছিলেন। ওই কর্মীদের কাজ ছিল ওয়েস্টার্ন নেভাল কম্যান্ডকে প্রশাসনিকভাবে ও পরিকল্পনায় সাহায্য করা।

যে কর্মীদের দেহে করোনার ভাইরাস মিলেছে, তাঁরা আইএনএস আংরেতে একই আবাসনের ব্লকে বাস করেন। তাঁরা যাদের সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রত্যকের কোভিড-১৯ এর পরীক্ষা করা হবে।

বর্তমানে লকডাউনের কারনে ওই আবাসন বন্ধ রয়েছে। কিন্তু সেখানে কিভাবে ওই কর্মীরা আক্রান্ত হলেন তা নিয়ে এখনও জল্পনা চলছে। বাইরে থেকে কেউ লকডাউনের মধ্যে সেখানে এসেছিলেন কিনা তার খোঁজ করা হচ্ছে।

ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ও বড় যুদ্ধজাহাজগুলির মধ্যে অন্যতম হল এই আইএনএস আংরে। এই জুদ্ধজাহাজে করোনা সংক্রমণ ধরা পড়ায় বর্তমানে যথেষ্ট চিন্তায় রয়েছে ভারতীয় নৌবাহিনী। এর আগে জওয়ানদের মধ্যে করোনা ধরা পড়লেও নৌ বাহিনীতে এই প্রথম করোনা ধরা পড়ল।

এর আগে যে ৮ জন জওয়ানের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছিল, তার মধ্যে মোট ৩ জন সেনার চিকিৎসার সঙ্গে জড়িত। এছাড়া বাকি ৫ জনের মধ্যে ৪ জনই ইতিমধ্যে সুস্থ হয়ে গেছে বলে খবর। মুম্বইয়ের নেভি বেসে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। ভারতীয় নৌ বাহিনীর অন্তত ২০ জন সদস্য করোনোভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*