যুদ্ধ জাহাজ আইএনএস সুনয়নার দাপটে ঘুম উড়েছে সোমালি দস্যুদের। এই নিয়ে এক সপ্তাহে সোমালি দস্যুদের দুটো ট্রলার আটকে করে নৌবাহিনীর জওয়ানরা। উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র। গত শুক্রবারই এডেন উপসাগরীয় অঞ্চলের সোমালি উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল দূরে একটি মাছ ধরার ট্রলারকে আটকে করে সুনয়নার জওয়ানরা। উদ্ধার হয় একে ৪৭ , ৪৭১ রাউন্ডগুলি সহ একাধিক অস্ত্র।
গত শনিবার ঠিক এভাবে হামলা চালিয়ে সোমালি উপকূল থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে আরও একটি জলদস্যুদের জাহাজ আটক করা হয়। উদ্ধার করা হয় হাই ক্যালিবারের একাধিক একে ৪৭ সহ বিপুল গোলা বারুদ।
নেভির মুখপাত্র সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক আইন ইউএসসিআর ২৩৮৩(২০১৭) মেনে সমস্ত অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত, সোমালি দস্যুদের বাড়বাড়ন্ত ঠেকাতে গত অক্টোবর থেকেই নামানো হয়েছে যুদ্ধজাহাজ আইএনএস সুনয়না। গত মাসেও দস্যুদের ট্রলার থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এডেন উপসাগরীয় অঞ্চলে এবং সোমালির পূর্ব উপকূলে জলদ্যসূদের ঠেকাতে ভারত সহ চিন, জাপান, আমেরিকা, রাশিয়া প্রভৃতি দেশের নেভিও যৌথ অপারেশনে নেমেছে।
Be the first to comment