প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শুরু হল দেশে তৈরি প্রথম রণতরী INS বিক্রান্তের যাত্রা। ২৬২ মিটার উঁচু, ৬২ মিটার চওড়া বিমানবাহী এই যুদ্ধজাহাজকে তুলনা করা হয় একটি শহরের সঙ্গে। আইএনএস বিক্রান্তে ১ হাজার ৬০০ ক্রু সদস্যের থাকার ব্যবস্থা আছে। ঠিক কত বড় এই জাহাজ, তা বোঝাতে নৌসেনা জানিয়েছে, পরপর দু’টি ফুটবল মাঠকে জুড়ে দিলে যে পরিমাণ জায়গা তৈরি হয় তত বড় রণতরীটি। লম্বায় তা ১৮ তলা বাড়ির সমান।
৩০টি বিমান রাখা যাবে এখানে। রয়েছে ১৬ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ২৫০ ট্যাঙ্কার জ্বালানি ও সর্বমোট ২ হাজার ৪০০টি কামরা। প্রায় এক দশক ধরে নির্মিত আইএনএস বিক্রান্ত নিঃসন্দেহে দেশের গর্ব। যা তৈরি করতে খরচ হয়েছে ২০ হাজার টাকা।
উল্লেখ্য, সমস্ত যন্ত্রাংশ সঠিকভাবে কাজ করছে কি না, তা দেখার জন্যই গত বছরে আগস্টে সমুদ্রে নামানো হয়েছিল বিক্রান্তকে। পরীক্ষামূলক সফরে ফুল মার্কস নিয়েই উত্তীর্ণ হয় কোচি সিপইয়ার্ড লিমিটেডের তৈরি যুদ্ধজাহাজটি। এরপর শুরু হয় পরীক্ষা। অবশেষে শুক্রবার তৈরি হল ইতিহাস। জলে ভাসল আইএনএস বিক্রান্ত।
Be the first to comment