৬ হাজার ইন্টার্ন নিচ্ছে রাজ্য, মিলবে ভাতাও, জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love

এবার রাজ্য সরকারি দফতরগুলিতে স্নাতকদের ইন্টার্ন হিসেবে কাজ শেখার সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টর্নশিপ প্রোগ্রাম ২০২২ চালু করছে রাজ্য। এই স্কিমের আওতায় প্রতি বছর ৬ হাজার স্নাতকস্তর উত্তীর্ণ পড়ুয়াদের নেওয়া হবে। হাতে-কলমে কাজ শেখার সুযোগ পাবেন তাঁরা। এমনকী প্রশিক্ষণ চলাকালীন তাঁদের মাসে ৫ হাজার টাকা করে ভাতাও দেওয়া হবে। মন্ত্রিসভায় এই স্কিমটি পাশ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ইন্টার্ন হিসেবে তরুণ-তরুণীদের কাজ শেখানো হবে। সরকারের বিভিন্ন প্রকল্পে কী কী ধরনের কাজ কীভাবে হয় সেব্যাপারে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে ইন্টার্নদের। প্রশিক্ষণ শেষে নির্দিষ্ট মূল্যায়ন পদ্ধতির পর মিলতে পারে পাকাপাকিভাবে কাজের সুযোগও।

ইন্টার্ন হিসেবে কাজ শেখার সুযোগ কারা পাবেন? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। পলিটেকনিক এবং আইটিআই নিয়ে পড়াশোনা করলেও ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রামের আওতায় আসা যাবে। স্নাতকস্তর উত্তীর্ণরা এই স্কিমের আওতায় আসতে পারেন। তবে প্রত্যেকেরই ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

৪০ বছরের কম বয়সীরাই রাজ্যের এই নয়া উদ্যোগে সামিল হতে আবেদন জানাতে পারবেন। নির্বাচিত পড়ুয়াদের তাঁদের বাড়ির ঠিকানা দেখে বিভিন্ন রাজ্য সরকারি দফতরে বা জেলা-স্তরের অফিসে কাজ শেখার সুযোগ দেওয়া হবে। এমনকী ইন্টার্নশিপ শেষ করার পর তাঁদের একটি সার্টিফিকেটও দেওয়া হবে।

রাজ্য সরকার প্রতি বছর এই স্কিমের আওতায় ৬ হাজার ইন্টার্ন নেবে। তাঁদের প্রতি মাসে ৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। যে শিক্ষার্থীরা কোনও নির্দিষ্ট বছরে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ মিস করবেন, পরের বছরে নির্বাচনের জন্য তাঁদের নাম নথিভুক্ত থাকবে। শিক্ষা দফতরের সঙ্গে সমন্বয় রেখেই এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*