ছবি সৌজন্যে- এএনআই
ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রাষ্ট্রপতি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাকরঁ সহ ২৩টি দেশের রাষ্ট্রনায়ক ও ১০ জন প্রতিনিধি।
প্রসঙ্গত, ২০১৫ সালে প্যারিসে রাষ্ট্রসঙ্ঘের ক্লাইমেট চুক্তির পর এবার প্রথম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন হচ্ছে ভারতে। এদিনের অনুষ্ঠানে পরিবেশ সংকট মোকাবিলা নিয়ে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, বেদের প্রাচীন প্রথাতে বিশ্বাস রেখে পরিবেশ সংক্রান্ত সমস্যার মোকাবিলা করতে হবে। বেদে বলা হয়, সূর্যই বিশ্বের চালিকাশক্তি। সূর্যকে প্রাণশক্তি হিসেবে ধরা হয়। পরিবেশ সংক্রান্ত সংকট মোকাবিলায় সেই প্রাচীন ধারণাই আমাদের পথ দেখাবে।
Be the first to comment