
রোজদিন ডেস্ক, কলকাতা:- এখনও থমথমে পরিস্থিতি। রবিবার মোথাবাড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে রওনা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু মাঝপথেই সুকান্তকে আটকায় পুলিশ। মোথাবাড়ির ৩ কিলোমিটার আগেই আটকানো হয় সুকান্ত-সহ বিজেপি কর্মীদের।
বাধা পেয়ে সুকান্তর সঙ্গে রাস্তায় বসে পুলিশের বিরুদ্ধে স্লোগান বিজেপি কর্মীদের।
সুকান্তদের আটকাতে পরপর ব্যারিকেড তৈরি করে পুলিশ। প্রথম ব্যারিকেড ভেঙে ফেলে বিজেপি কর্মীরা। এরপর সাদুল্লাপুরের কাছে ১০-১২ ফুট উচ্চতার বাঁশের দ্বিতীয় ব্যারিকেডে সুকান্তদের আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরাও।মোথাবাড়িতে হামলার সময় পুলিশ কর্মীরা কোথায় ছিল? প্রশ্ন তুলে বিক্ষোভ করেন বিজেপি কর্মীরা। “পুলিশমন্ত্রী হায় হায়” স্লোগানও দেন বিজেপি কর্মীরা।
রবিবারও থমথমে মোথাবাড়ি। সেখানেই যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এলাকায় ঢুকতে দিল না পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোথাবাড়ির সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৯টি মামলা রুজু করা হয়েছে। গোটা এলাকা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
Be the first to comment