চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভো সরে যাওয়ার পর কে হবে আইপিএলের টাইটেল স্পনসর ৷ এই নিয়ে ছিল নানা জল্পনা ৷ বেশ কয়েকদিন ধরেই জিও, Byju’s, পতঞ্জলির মতো আরও অনেক সংস্থার নাম উঠে এসেছিল আইপিএলের ২০২০-র প্রধান স্পনসর হওয়ার দৌড়ে ৷
শেষপর্যন্ত সবাইকে ছাপিয়ে টাইটেল স্পনসরশিপের বিডে জিতে নিতে সফল Dream11 ৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ২২২ কোটি টাকার বিডে আইপিএলের টাইটেল স্পনসরশিপ রাইটস জিতে নিতে সফল ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন ৷ আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এই খবর জানান পিটিআইকে ৷
আইপিএল-এর অন্যতম পার্টনার ছিল এই ফ্যান্টাসি ক্রিকেট লিগ প্ল্যাটফর্মটি। আইপিএল-এর টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে ড্রিম১১-এর প্রতিদ্বন্দ্বিতা ছিল টাটা সন্স, Byju’s এবং আনঅ্যাকাডেমির সঙ্গে। বলা বাহুল্য, অর্থের জোরেই টাইটেল স্পনসরশিপ রাইটস জিতে নিতে সফল ড্রিম১১ ৷ বিডে দ্বিতীয় সর্বোচ্চ দর ওঠে আনঅ্যাকাডেমির ২১০ কোটি টাকা ৷ এরপর ছিল টাটা সন্স ১৮০ কোটি টাকা এবং Byju’s-এর দর ১২৫ কোটি টাকা ৷
সংযুক্ত আরব আমিরশাহিতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বল গড়াবে আইপিএলের। চলবে ১০ নভেম্বর পর্যন্ত।
Be the first to comment