অবশেষে প্রকাশিক হল IPL ২০২০-র সূচি। রবিবার সূচি ঘোষণা করল IPL গভার্নিং কাউন্সিল। ভারতে ক্রমাগত কোরোনা সংক্রমণ বাড়তে থাকায় এবছর আরব আমিরশাহিতে IPL আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরও নানা বাধার সম্মুখীন হতে হচ্ছিল IPL-কে। তবে সব বাধা কাটিয়ে IPL-র ম্যাচ শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। ১৯ সেপ্টেম্বর শনিবার আবু ধাবিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ান মুম্বই ইন্ডিয়ান্স ও ফার্স্ট রানার আপ চেন্নাই সুপার কিংস। ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা।
২০ সেপ্টেম্বর দুবাইতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটেল্স ও কিংস XI পঞ্জাব। সোমবার ২১ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে দুবাইতে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ রয়েছে ২৩ সেপ্টেম্বর। প্রতিপক্ষে মুম্বই ইন্ডিয়ান্স। আবু ধাবিতে এই ম্যাচটিও শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটা থেকে।
এবারের IPL-এর ম্যাচগুলি হবে আবু ধাবি, শারজা ও দুবাইয়ে। সূচি অনুযায়ী দুবাইতে হবে ২৪টি ম্যাচ, আবু ধাবিতে হবে ২০টি ম্যাচ ও শারজায় হবে ১২টি ম্যাচ। প্রথম পর্বে ৪৬ দিন ধরে চলবে প্রতিযোগিতা। এর মধ্যে ১০ দিন দু’টি করে ম্যাচ হবে। সেক্ষেত্রে বিকেলের ম্যাচগুলি ভারতীয় সময় অনুযায়ী সাড়ে তিনটে থেকে শুরু হবে। তবে প্লে-অফ ও ফাইনাল কোথায় হবে, সেটা এখনও নিশ্চিত করেনি BCCI।
Be the first to comment