আইপিএল নিলামঃ ধাওয়ান হায়দ্রাবাদ এবং অশ্বিন পাঞ্জাবের

Spread the love

আইপিএল নিলাম শুরু হয়ে গেছে। প্রথম ক্রিকেটার হিসাবে নিলামে উঠেছেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। মুম্বাই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে বিড শুরু হয় ধাওয়ানকে নিয়ে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল সানরাইজ হায়দ্রাবাদ ৫.২ কোটি টাকা দিয়ে আরটিএম কার্ড ব্যবহার করে তাঁকে কিনে নেয়। রবিচন্দ্রন অশ্বিনকে ৭.৬ কোটি টাকা দিয়ে কিনে নিলো কিংস ইলেভেন পাঞ্জাব। অশ্বিনকে নিয়ে লড়াই শুরু হয়েছিলো রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাবের মধ্যে। ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার কায়রন পোলার্ডকে ৫.৪ কোটি টাকা দিয়ে কিনে নেয় তাঁর পুরনো দল মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়েস্ট ইন্ডিজের আর একজন ক্রিকেটার ক্রিস গেল আপাতত অবিক্রিত থেকে গেলেন। তাঁর জন্য কোনো দলই বিড করেনি। ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকসকে কিনে নিল রাজস্থান রয়্যালস। স্টোকসের দর উঠল ১২.৫ কোটি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস কে ১.৬ কোটি টাকা দিয়ে কিনলো চেন্নাই সুপার কিংস। ভারতীয় ক্রিকেটার আজিঙ্ক রাহানেকে কিনল রাজস্থান রয়্যালস ৪ কোটি টাকা দিয়ে। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ককে ৯.৪ কোটি টাকা দিয়ে কিনে নিলো কলকাতা নাইট রাইডার্স।
প্রথম সেটের বিড (মার্কি প্লেয়ার)
শিখর ধাওয়ান – ৫.২ কোটি – সানরাইজ হায়দ্রাবাদ
আর অশ্বিন – ৭.৬ কোটি – কিংস ইলেভেন পাঞ্জাব
কায়রন পোলার্ড – ৫.৪ কোটি – মুম্বাই ইন্ডিয়ান্স
ক্রিস গেল – অবিক্রিত
বেন স্টোকস – ১২.৫ কোটি – রাজস্থান রয়্যালস
ফাফ ডু প্লেসিস – ১.৬ কোটি – চেন্নাই সুপার কিংস
আজিঙ্ক রাহানে – ৪ কোটি – রাজস্থান রয়্যালস
মিচেল স্টার্ক – ৯.৪ কোটি – কলকাতা নাইট রাইডার্স

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*