১৫ মিনিটে ব্রেক এর পর দ্বিতীয় সেট এর বিড আরম্ভ হলো। প্রথম বিড হিসাবে শুরু হয় অফস্পিনার হরভজন সিং এর। হরভজন কে চেন্নাই সুপার কিংস কিনে নেয় বসে প্রাইজ ২ কোটি টাকা দিয়ে। এরপর বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে কিনে নেয় সানরাইজ হায়দ্রাবাদ ২ কোটি দিয়ে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান গ্লেন মাক্সওয়েল আরটিএম কার্ড দিয়ে দলে রেখে দিলো তাঁর পুরোনো দল কিং ইলেভেন পাঞ্জাব। ম্যাক্সওয়েল দর ৯ কোটি টাকা। কলকাতার নাইট রাইডার্স এর অধিনায়ক গৌতম গম্ভিরকে কিনে নিলো দিল্লী ডেয়ারডেভিলস ২.৮ কোটি টাকা দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ডোয়েন ব্রাভোকে কিনলো তাঁর পুরোনো দল চেন্নাই সুপার কিংস ৬.৪ কোটি দিয়ে। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসকে ৩ কোটি দিয়ে দলে রাখলো সানরাইজ হায়দ্রাবাদ। ইংল্যান্ড অধিনায়ক জো রুট অবিক্রিত থেকে গেলেন। যুবরাজ সিং কে দলে রাখলো কিংস ইলেভেন পাঞ্জাব ২ কোটি দিয়ে। ৫ মিনিটের ব্রেক এর পরে আবার শুরু হবে নিলাম।
পরের বিড-
হরভজন সিং – ২ কোটি – চেন্নাই সুপার কিংস
সাকিব আল হাসান – ২ কোটি – সানরাইজ হায়দ্রাবাদ
গ্লেন মাক্সওয়েল – ৯ কোটি – কিং ইলেভেন পাঞ্জাব
গৌতম গম্ভির – ২ কোটি – দিল্লী ডেয়ারডেভিলস
ডোয়েন ব্রাভো – ৬.৪ কোটি – চেন্নাই সুপার কিংস
কেন উইলিয়ামসক – ৩ কোটি – সানরাইজ হায়দ্রাবাদ
জো রুট – অবিক্রিত
যুবরাজ সিং – ২ কোটি -কিংস ইলেভেন পাঞ্জাব
Be the first to comment