আজ মুম্বাই এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ১১তম ফাইনাল অনুষ্ঠিত হল। ফাইনালে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপারকিংস এর সাথে সানরাইজ হায়দ্রাবাদ। দু বছর ফিরে এসে এই আইপিএলে চ্যাম্পিয়ান হলো চেন্নাই সুপার কিংস। ফের ট্রফি হাতে হাতে উজ্জ্বল বিজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আজকের ফাইনাল ম্যাচে চেন্নাই ২ উইকেটে হারিয়ে দিলো হায়দ্রাবাদকে। এদিন শুরুতে টসে জিতে চেন্নাই অধিনায়ক ধোনি ফিল্ডিং নেন। প্রথমে ব্যাট করে ২০ ওভারে হায়দ্রাবাদ ৬ উইকেটে ১৭৮ রান করে। এদিন হায়দ্রাবাদের হয়ে ভালো রান করেন শিখর ধাওয়ান ২৬ রান, অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ৪৭ রান, ইউসুফ পাঠান করেন ২৫ বলে ৪৫ রান, কার্লোস ব্রেথওয়েট ১১ বলে ২১ রান। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই ১৮.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সুরেশ রায়না ৩২ রান করেন। রায়াডু করেন ১৬ রান। দলের জয়ে সবচেয়ে মুল্যবান ইনিংস খেলেন শেন ওয়াটশন। ৫৭ বলে ১১ টি চার ৮টি ছক্কার সাহায্যে ১১৭ রান করেন তিনি। আজ তাঁর সামনে হায়দ্রাবাদের কোনো বোলারই দাঁড়াতে পারেনি। এই আইপিএলে ওয়াটসন দুটি শতরান করলেন। ম্যান অব দ্যা ম্যাচ হলেন শেন ওয়াটসন।
Be the first to comment