আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চ্যাম্পিয়ান হওয়ার লড়াইয়ে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনাল খেলা শুরু সন্ধ্যা ৭টায়। সানরাইজ হায়দ্রাবাদ শুরুর ১১ ম্যাচের ৯টিতে জয় নিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফ পর্ব নিশ্চিত করে। পরে শেষ চার ম্যাচে টানা হারে তারা। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের প্রতিপক্ষ ছিল কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ইডেন গার্ডেন্স-এ নাইট রাইডার্সের বিপক্ষে দাপুটে জয় নিয়েই ফাইনালে ওঠে তারা। এই ম্যাচে ব্যাট বলে অলরাউন্ড নৈপুণ্য দেখান আফগান স্পিনার রশিদ খান। কলকাতা নাইট রাইডার্সকে ১৪ রানে হারায় তারা। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাইয়ের কাছে হারে হায়দ্রাবাদ। চেন্নাই সুপারকিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অসাধারণ ফর্ম এবারের আইপিএলে চেন্নাইয়ের সম্পদ। বেশ কিছু ম্যাচে তিনি ফিনিশারের ভূমিকায় দারুণ ভাবে সফল হন। এছাড়াও ব্যাট হাতে উজ্জ্বল ভূমিকা নিয়েছেন আম্বাতি রায়ডু। দলে আছেন শেন ওয়াটসনের মত বিশ্বসেরা অলরাউন্ডার, আর আছেন শেষ ম্যাচে জয়ের নায়ক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস। সব মিলিয়ে ফাইনালে এই দুই দলের লড়াই আজ বেশ জমবে।
Be the first to comment