রাজকুমার ঘোষ –
আইপিএলের প্রথম সিজন হয়েছিলো ২০০৮ সালে। প্রথম সিজনের ফাইনালে উঠেছিল রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপারকিংস। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আইপিএলের প্রথম ফাইনালে রাজস্থান রয়্যালস ৩ উইকেটে চেন্নাই সুপারকিংসকে হারিয়ে প্রথম দল হিসাবে শিরোপা জয় করেছিল। সেই ম্যাচে চেন্নাই দলে খেলা দুজন (মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না) এবং রাজস্থান দলে খেলা তিনজন (শেন ওয়াটসন, ইউসুফ পাঠান এবং রবীন্দ্র জাদেজা) গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়েতে হওয়া ১১তম আইপিএলের ফাইনালেও খেলেছেন। এই ম্যাচে চেন্নাই সুপারকিংস ৮ উইকেটে হারিয়েছে সানরাইজ হায়দ্রাবাদকে। চেন্নাই এই নিয়ে তিনবার আইপিএল খেতাব জিতলো। এই তিন ক্ষেত্রেই চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। গতকাল হওয়া এই আইপিএলের ফাইনালে ঐ ৫ জন ক্রিকেটার খেলেছেন। ঐ ৫ জন ক্রিকেটারের মধ্যে চেন্নাই দলে ছিলেন অধিনায়ক ধোনি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা এবং বর্ষীয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন (যিনি গতকালের ম্যাচে দুর্দান্ত শতরান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন)। আর সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলেছেন ইউসুফ পাঠান।
Be the first to comment