মৈনাক সাউ, আইপিএল ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। আইপিএল এর সব থেকে সফল দুই দল আবার মুখোমুখি। এই নিয়ে এই বছর চারবার হারলো চেন্নাই মুম্বাইয়ের কাছে । কিন্তু শেষ হাসি হাসল মুম্বই। এই নিয়ে চারবার এই ট্রফি জিতে নিল তারা।
প্রথম কোয়ালিফায়ারে এই চেন্নাই সুপার কিং কে হারিয়েই ফাইনালে পৌঁছে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। মুম্বইয়ের চারবার ফাইনালে পৌঁছে তিনবারই চ্যাম্পিয়ন হয়েছিল। তার মধ্যে দুটো চেন্নাইয়ের বিরুদ্ধে ।
শুরুটা ভালই করে দিয়েছিলেন মুম্বইয়ের দুই ওপেনার কুইন্টন ডে কক ও রোহিত শর্মা। কিন্তু প্রথমে ব্যাট নিয়ে যেটা ভেবেছিলেন রোহিত শর্মা সেটা হল না। দুই ওপেনার খুব বেশি রান করে দিয়ে যেতে পারলেন না। ১৪ বলে ১৫ রান করে রোহিত ও ১৭ বলে ২৯ রান করে ডি কক কে ৬ ওভারের মধ্যেই ফেরালেন চেন্নাইয়ের শার্দূল ঠাকুর ও দীপক চাহার। দু’জনই ক্যাচ তুলে দিলেন এমএস ধোনিকে উইকেটের পিছনে।
সূর্যকুমারের পর ইশান কিষানকে ফেরালেন তাহির। । ২৬ বলে ২৩ রান করে রায়নাকে ক্যাচ দিয়ে আউট হলেন তিনি। ১৫ ওভারে মাত্র ১০০ রানে মুম্বইয়ের প্রথম পাঁচ ব্যাটসম্যান ফিরে গেলেন । হার্দিক পাণ্ড্যে ১৬, দীপক চাহার ০ ও ম্যাকক্লেনাঘান ০ রান করে ফিরে যান । ২০ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ১৪৯-৮।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হল না চেন্নাই সুপার কিংসেরও। ওপেনার ফাফ দু প্লেসি ১৩ বলে ২৬ রান করে আউট হয়ে গেলেন। ১৪ বলে ৮ রান করে ফিরলেন সুরেশ রায়না ও এক রানে ফিরলেন অম্বাতি রায়ডু।
ধোনি আউট হতেই খেলা তা কঠিন হয়ে চেন্নাইয়ের কাছে । দু’রান করে রান আউট হয়ে গেলে এমএস ধোনি। ডোয়েন ব্র্যাভো ১৫ রান করে আউট হয়ে গেলেন। একাই চেন্নাইকে টেনে নিয়ে গেলেন শেন ওয়াটসন। ৫৯ বলে ৮০ রান করে দুই বলে চার রান বাকি থাকতে আউট হলেন তিনি।এক বলে দরকার ছিল ২ রান। কিন্তু মালিঙ্গার সেই শেষ বলেই এলবিডব্লু আউট হয়ে গেলেন শার্দূল । ১ রানে ম্যাচ জিতে যায় মুম্বই ইন্ডিয়ান্স। এতো যুদ্ধর পর শেষ হাঁসি হাসল সেই মুম্বাই ইন্ডিয়ানস । ২০১৯ এর আইপিএল ট্রফি টা শেষ মেশ মুম্বাই ইন্ডিয়ান দের ঘরেই যাচ্ছে ।
Be the first to comment