গতকাল চেন্নাই-ব্যাঙ্গালুরুর ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড

Spread the love

বুধবার আইপিএলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে হারিয়ে দেয় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে রানের বৃষ্টি হয়। দুই দলই ২০০ ওপর রান করে এবং দুই দলের মিলিত ভাবে মোট ছক্কা মারার রেকর্ড হয়েছে এই আইপিএলে। এর আগে কোনো আইপিএল ম্যাচেই এতো ছক্কা হয়নি। রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথম ব্যাট করে ১৬টি ছক্কা হাঁকায়। এবি ডেভিলিয়ার্স (৮টি), কুইন্টন ডি কক (৪টি), মনদিপ সিং (৩টি), ওয়াশিংটন সুন্দর (১টি)রা এই ছক্কা গুলো মারেন। পরে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ১৭টি ছক্কা হাঁকায়। যাঁরা ছক্কাগুলো মেরেছেন তঁরা হলেন আম্বাতি রায়াডু(৮টি), মহেন্দ্র সিং ধোনি(৭টি), শেন ওয়াটসন ও ব্রাভো ১টি করে। সব মিলিয়ে ৩৩টি ছক্কা গোটা ম্যাচ জুড়ে। এটি আইপিএলের ইতিহাসে রেকর্ড। ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*