আইপিএলে ৪০টা ম্যাচ খেলা হয়ে গেছে। কখনো চেন্নাই সুপার কিংসের আম্বাতি রায়ডু, কখনো কিংস ইলেভেন পাঞ্জাবের লোকেশ রাহুল বা কখনো মুম্বাই ইন্ডিয়ানসের সূর্যকুমার যাদব বা দিল্লি ডেয়ারডেভিলসের ঋষভ পন্থ। এইভাবেই চলে আসছে এক একজনের নাম। প্রত্যেকে আইপিএলে দারুণ ফর্মে আছে এবং ভালো রান করছেন। অরেঞ্জ কাপের দৌড়ে যারা এগিয়ে আছেন তাঁদের প্রথম দশের তালিকা দেওয়া হল –
১. লোকেশ রাহুল (কিংস ইলেভেন পাঞ্জাব) – ১০টা ম্যাচ – ৪৭২ রান
২. আম্বাতি রায়ডু (চেন্নাই সুপার কিংস) – ১০টা ম্যাচ – ৪২৬ রান
৩. কেন উইলিয়ামসন (সানরাইজ হায়দ্রাবাদ) – ১০টা ম্যাচ – ৪১০ রান
৪. সূর্যকুমার যাদব (মুম্বাই ইন্ডিয়ান্স) – ১০টা ম্যাচ – ৩৯৯
৫. বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু) – ১০টা ম্যাচ – ৩৯৬
৬. ঋষভ পন্থ (দিল্লি ডেয়ারডেভিলস)- ১০টা ম্যাচ – ৩৯৩ রান
৭. মহেন্দ্র সিং ধোনি (চেন্নাই সুপার কিংস) – ১০টা ম্যাচ – ৩৬০ রান
৮. শ্রেয়স আইয়ার (দিল্লি ডেয়ারডেভিলস)- ১০টা ম্যাচ – ৩৫১ রান
৯. সঞ্জু সামসন (রাজস্থান রয়্যালস) – ১০টা ম্যাচ – ৩৩২ রান
১০. শেন ওয়াটসন (চেন্নাই সুপার কিংস) – ১০টা ম্যাচ – ৩২৮ রান
Be the first to comment