শনিবার হায়দ্রাবাদের মাঠে সানরাইজ হায়দ্রাবাদকে হারিয়ে প্লে অফে তৃতীয় দল হিসাবে জায়গা করে নিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে ছিলো কলকাতা। তার আগে টেবিলের প্রথম দুটি দল হিসাবে জায়গা নিয়ে রেখেছিলো হায়দ্রাবাদ ও চেন্নাই। গতকাল সুপার সানডের এমন দুটি ম্যাচ ছিলো যাতে নির্ভর করছিলো প্লে অফে কোন দল কার সাথে খেলবে এবং চতুর্থ দল হিসাবে কোন দল আইপিএলের এই আসরে প্লে অফে খেলবে। গতকাল দিল্লিতে প্রথম খেলায় মুম্বাইকে ১১ রানে দিল্লি হারিয়ে দেয়। গতবারের চ্যাম্পিয়ান মুম্বাই যার জন্যে এবারের আইপিএল থেকে ছিটকে যায়। এই ম্যাচের পর প্রশ্ন থেকে যায় চতুর্থ দল হিসাবে কোন দল প্লে অফে খেলবে! পুনেতে হওয়া দ্বিতীয় ম্যাচে চেন্নাই পাঞ্জাবকে ৫ উইকেটে হারাতেই নিশ্চিত হয় চতুর্থ দল হিসাবে রাজস্থান রয়্যালস প্লে অফে খেলবে। পয়েন্ট টেবিলের প্রথম চারটে দল হলো হায়দ্রাবাদ, চেন্নাই, কলকাতা এবং রাজস্থান। প্লে অফের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই ও হায়দ্রাবাদ। ২২ তারিখে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে এই খেলা হবে। দ্বিতীয় ম্যাচ হবে কলকাতার সাথে রাজস্থানের। যেই খেলাটি হবে ২২ তারিখে কলকাতার ইডেন গার্ডেন্সে।
Be the first to comment