বিশেষ প্রতিনিধি,
২০১৫ সালের পরমাণু চুক্তিতে যদি ইরান লাভবান নাই হয় তবে সেই চুক্তি বর্জন করবে তেহরান। এমনই হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি৷ তাঁর বক্তব্য প্রধান প্রধান বিশ্বশক্তিগুলোর সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এরপর থেকেই চীন ও ইউরোপিয় ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করে আসছে ইরান। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার ফোনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেন রুহানি।
তবে রুহানি বলেন, ইরান প্রত্যাশা করে বাকি পাঁচ দেশ ( ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং চীন) চুক্তির শর্তগুলো বজায় রাখবে। ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেন। ট্রাম্প আরো বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা বজায় রাখবে।
রুহানি বলেন, যদি ইরান চুক্তির শর্ত মোতাবেক কোনও ফল না পায় তবে এই চুক্তিতে থাকা অসম্ভব। এরপর এক বিবৃতি দেন রুহানি৷ তিনিফ্রান্স সহ ইউরোপিয় দেশগুলোর সমালোচনা করেন৷ তিনি বলেন, ‘তারা যৌথ পারমাণবিক চুক্তিকে ভেঙে ফেলছে ৷ অসাধারণ এই কূটনৈতিক সিদ্ধান্ত কারোও অপ্রাসঙ্গিক সিদ্ধান্তের কারণে ভেস্তে যেতে পারে না। ইরান একেই কখনই মানবে না ৷
Be the first to comment