আবারও কেঁপে উঠলো ইরান, আহত ৪৫

Spread the love

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান। আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জনেরও বেশী মানুষ। শুক্রবার সকালে ইরানের কেরমানে হঠাৎই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। কেরমান থেকে প্রায় ৩৬ মাইল দূরে এই কম্পনের উৎসস্থল বলে খবর পাওয়া গিয়েছে। শুক্রবার সকাল ৬টা ৩২ মিনিট নাগাদ অনুভূত হয় কম্পন। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। কিন্তু ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি। ঘটনার পরই রাস্তায় নামে উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে তারা। তবে ঘটনায় কারও মৃত্যু হয়েছে কী না তা স্পষ্ট করে জানা যায়নি। ভেঙে পড়া বাড়ির তলায় চাপা পড়ে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর ইরানে ভূমিকম্পে মৃত্যু হয় অন্তত ৫৪০ জনের। আহত হন কয়েক হাজার মানুষ। এদিনের ভূমিকম্প ইজরায়েল, তুরস্ক ও আরবের বেশ কিছু জায়গা থেকেও অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। এদিন ভূমিকম্পের কারনে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*