কেনিয়ায় অ্যামেরিকার সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা ৷ অ্যামেরিকা ও কেনিয়ার জওয়ানদের জন্য যৌথভাবে এই সেনা ঘাঁটি ব্যবহার হত ৷ হামলায় দায় স্বীকার করেছে আল শাবাব নামে সোমালিয়ার একটি জঙ্গি সংগঠন ৷
অ্যামেরিকার বিমান অভিযানের তীব্র সমালোচনা করলেন ইরানের মন্ত্রী ৷ অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, তাদের হিটলিস্টে রয়েছে ইরানের ৫২টি এলাকা ৷ এবার এরই পাল্টা হুঁশিয়ারি ইরানের মন্ত্রী৷ বললেন, কেউ ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিলে, প্রত্যাঘাত করতে প্রস্তুত ইরান ৷
তাঁর কথায়, অ্যামেরিকা দশকের পর দশক ধরে ইরানকে হুঁশিয়ারি দিয়ে এসেছে ৷ বেঁধেছে সংঘাতও ৷ কিন্তু তাদের সঙ্গে কারও শত্রুতা নেই ৷ কিন্তু কেউ যদি ইরানের বিরুদ্ধাচরণ করতে শুরু করে ৷ তাহলে কীভাবে জবাব দিতে হবে, তা ইরান জানে ৷ এদিকে গতকাল সোলেইমানির শেষযাত্রায় পা মিলিয়েছিলেন হাজার হাজার মানুষ ৷ স্লোগান ওঠে ‘অ্যামেরিকার মৃত্যু হোক’ ৷
ইরানের জঙ্গি নেতা নিধনের পর থেকে অ্যামেরিকার দূতাবাস ও সম্পত্তি নষ্ট করার কথা বলছে ইরান ৷ এদিকে ট্রাম্প জানিয়ে দিয়েছেন ইরান যদি অ্যামেরিকার কোনও দপ্তর বা কোনও আধিকারিকের উপর হামলা করে তাহলে চরম সংকটে পড়তে হবে সেদেশকে ৷ ২০১৮ সালের মে মাসে ট্রাম্প আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান এবং ইরানের উপরে আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেন । এরপর থেকেই দু’দেশের মধ্যে সংঘাত বেড়েছে আরও ৷ সেই প্রেক্ষিতেই ইরানের কমান্ডারকে হত্যার নির্দেশ দিয়ে ‘জবাব’ দিতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ৷
Be the first to comment