কারবালায় পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৩১

People evacuate an injured man after a walkway collapsed and set off a stampede as thousands of Shiite Muslims marked one of the most solemn holy days of the year in the holy city of Karbala, Iraq, Tuesday, Sept. 10, 2019. Officials say at least 31 people have died and around 100 others were injured in the chaos Tuesday, which occurred toward the end of the Ashoura procession, causing panic and a stampede, according to two officials. (AP Photo/Anmar Khalil)
Spread the love

প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো কমপক্ষে ৩১ জনের ৷ মঙ্গলবার আসুরা দিবস পালন করার সময় প্রবল ভিড়ের চাপে কারবালা শহরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরাকের স্বাস্থ্য মন্ত্রক। ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ মঙ্গলবার মহরম উপলক্ষ্যে আসুরা দিবস পালন করার সময় ভিড়ের চাপেই এই দুর্ঘটনা ঘটে ৷ ঘটনায় আহতের সংখ্যা ১০০-এরও বেশি ৷ ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক শহর কারবালা। প্রতিবছরের মতোই মহরমে আসুরার দিনে কয়েক লাখ তীর্থযাত্রী তাজিয়া মিছিলের জন্য এসেছিলেন কারবালায়। লাখো মানুষ কারবালায় ইমাম হুসেইনের মাজারের দিকে দৌড়ে যাওয়ার সময়ই প্রবেশদ্বারের কাছে দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ৷

৬৮০ খ্রিষ্টাব্দে আসুরার দিনেই মহরমে হজরত মহম্মদের নাতি হুসেইনের মৃত্যুর স্মরণে কারবালায় হাজির হন কয়েক লাখ শিয়া ভক্ত। তরোয়াল দিয়ে নবীন ভক্তরা নিজের কপাল চিরে রক্তাক্ত হন। এমনই দৃশ্য কারবালার মতোই দেখা যায় ইরাকের অন্যত্রও ৷ অতীতেও তীর্থযাত্রী পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*