২০১৭ সালের জুনে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল আয়ারল্যান্ড ও আফগানিস্তান। কিন্তু দুইটি দলেরই এখনো টেস্টে অভিষেক হয়নি। তবে, এই মাসেই ঐতিহাসিক অভিষেক টেস্ট ম্যাচ খেলতে চলেছে আয়ারল্যান্ড। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ডাবলিনে। শুক্রবার অভিষেক টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। অধিনায়ক হয়েছেন আয়ারল্যান্ডের সিনিয়র ব্যাটসম্যান উইলিয়াম পোর্টারফিল্ডকে। দলে অন্য সিনিয়র খেলোয়াড়দের মধ্যে রয়েছেন এড জয়েস, কেভিন ও’ব্রাইন, নিল ও’ব্রাইন ও বয়েড র্যানকিন।
আগামী জুন মাসে আফগানিস্তানও তাদের অভিষেক টেস্ট ম্যাচ খেলবে। ব্যাঙ্গালোরে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। সম্প্রতি আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে আফগানরা। তারা আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নিবে।
আয়ারল্যান্ড টেস্ট স্কোয়াড: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বলবার্নি, এড জয়েস, টাইরোন কেন, অ্যান্ডি ম্যাকব্রাইন, টিম মুরতাগ, কেভিন ও’ব্রাইন, নিল ও’ব্রাইন, বয়েড র্যানকিন, নাথান স্মিথ, পল স্টার্লিং, জেমস শ্যানন, স্টুয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন।
Be the first to comment