মাত্র দু’দিন আগেই কাশ্মীরে রাইফেল সহ নিখোঁজ হন ইরফান আহমেদ দার। তাঁর রেশ না কাটতেই ফের নিখোঁজ রহস্য। তাও আবার একসঙ্গে ১০ সেনা জওয়ান। বুধবার বিশেষ ট্রেনে পশ্চিমবঙ্গ থেকে কাশ্মীরের পাঠানো হচ্ছিল ৮৩ বিএসএফ সদস্যের একটি গ্রুপকে। ওই গ্রুপের ১০ সদস্য নিরুদ্দেশ। সতীর্থদের অনুমান, বর্ধমান থেকে ঝাড়খণ্ডের ধানবাদ স্টেশনের মধ্যে কোথাও নিখোঁজ হয়েছেন তাঁরা। বিষয়টি প্রথম চোখে পড়ে মুঘলসরাই স্টেশনে হাজিরা যাচাইয়ের সময়। তখন দেখা যায় ১০ জনের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। মুঘলসরাই জিআরপির সাব ইন্সপেক্টর জিতেন্দ্রকুমার যাদবও বিষয়টি স্বীকার করেছেন। বলেছেন, ‘৮৩ জন বিএসএফ জওয়ানকে বিশেষ ট্রেনে জম্মু ও কাশ্মীর নিয়ে যাওয়া হচ্ছিল। ধানবাদ ও বর্ধমান স্টেশনের মাঝাখানে কোথাও তাঁরা নিরুদ্দেশ হয়েছেন। নিজেদের কমান্ডারকেও তাঁরা জানাননি। আমরা পালিয়ে যাওয়ার একটি রিপোর্ট দায়ের করেছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ‘ছুটি ছাড়াই অনুপস্থিতির অভিযোগ দায়ের হয়েছে।’ বিএসএফ সূত্রে জানা গেছে, নিখোঁজরা বাড়িতেও ফিরে যাননি। অন্তত এখন পর্যন্ত সেরকম কোনও রিপোর্ট পাওয়া যায়নি।
Be the first to comment