ক্রিকেট থেকে অবসর ঘোষণা ইরফান পাঠানের

Spread the love

সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন ইরফান পাঠান । আজ অবসরের কথা ঘোষণা করলেন তিনি । বেশকিছু দিন ধরে ভারতীয় জাতীয় দল থেকে দূরে ছিলেন এক সময়ের এই অলরাউন্ডার।

আট বছর আগে ২০১২ টি-২০ ক্রিকেট বিশ্বকাপে শেষবার জাতীয় দলের জার্সিয়ে মাঠে নেমেছিলেন ইরফান। এরপর দীর্ঘ আট বছর জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকধারীকে। ঘরোয়া ক্রিকেট খেলে জাতীয় দলের প্রত্যাবর্তনের চেষ্টা করলেও জাতীয় দলের দরজা আর খোলেনি ইরফানের জন্য। শেষ অবধি শনিবার অপেক্ষা দীর্ঘায়িত না করে পেশাদার কেরিয়ারে যবনিকা টানার সিদ্ধান্তটা নিয়েই ফেললেন বছর পঁয়ত্রিশের ইরফান।

মাত্র ১৯ বছর বয়সে ২০০৩ ভারতের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ইরফানের। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে আন্তর্জাতিক সার্কিটে অভিষেক হওয়ার পর জাতীয় দলের নিয়মিত সদস্য হয়ে গিয়েছিলেন তিনি। তিন বছর বাদে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করে এলিট ক্লাবে নাম লেখান ইরফান। হরভজন সিং’য়ের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকের নজির গড়েন দেশের হয়ে ২৯টি টেস্ট ও ১২০টি ওয়ান-ডে খেলা ইরফান। পাশাপাশি দেশের জার্সিতে ২৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচেও প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০০৭ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতের টি-২০ বিশ্বকাপ জোয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য বরোদার এই অল-রাউন্ডার। শনিবার বিদায়বেলায় ১৭৩টি ওয়ান-ডে ও ১০০টি টেস্ট উইকেটের মালিক আবেগঘন বার্তায় জানান, আমি আমার কেরিয়ারে সকল সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। আমি কখনও ভাবিনি বরোদা থেকে এসে জাতীয় দলে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগদের মতো বড় নামের সঙ্গে খেলার সুযোগ পাব। আমি একইসঙ্গে ধন্যবাদ জানাতে চাই আমার পরিবার, কোচ এবং আমার অনুরাগীদের।’

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করেছেন ইরফান। চেন্নাই সুপার কিংস, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পঞ্জাব, রাইজিং পুনে সুপারজায়ান্টস, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলের মঞ্চে দেখা গিয়েছে ইরফানকে। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের হয়েও খেলতে দেখা গিয়েছে তাঁকে।

তবে ইদানিং ক্রিকেটমহলে ইরফান পাঠান সুবিদিত ধারাভাষ্যকর হিসেবে। বিগত কয়েকবছর ধরে স্টার স্পোর্টসের কমেন্ট্রি বক্সে পরিচিত মুখ ইরফান। পাশাপাশি বর্তমানে ঘরোয়া ক্রিকেটে জম্মু-কাশ্মীরের কোচের পদেও আসীন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*