বৃহস্পতিবার অন্ধ্রের শ্রীহরিকোটা থেকে আইআরএনএসএস-১আই নেভিগেশন উপগ্রহের সফল উৎক্ষেপণ করল ইসরো। জানা গিয়েছে, পিএসএলভি-সি৪১ রকেট উপগ্রহটিকে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দিয়েছে। এদিন ভোর ৪টে ৪ মিনিট নাগাদ সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় রকেটটির। ১৯ মিনিটের মধ্যে উপগ্রহকে তা নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেয়।
জানা গিয়েছে, এই উপগ্রহ উৎক্ষেপণের ২ সপ্তাহ আগে ইসরো জিস্যাট-৬এ উপগ্রহকে মহাকাশে পাঠায়। কক্ষপথে পৌঁছে গেলেও ২ দিনের মধ্যে ইসরোর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার।
Be the first to comment