পাঞ্জাব থেকে গ্রেফতার আইএস এজেন্ট

Spread the love

আইএস এজেন্ট সন্দেহে গ্রেফতার হলো এক ব্যক্তি। শুক্রবার সকালে পাঞ্জাবের বাটালা থেকে তাঁকে আটক করা হয় বলে খবর। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তি এদেশ থেকেই পাকিস্তানে গিয়েছিল। সেখানেই সে জঙ্গি সংগঠনটির সঙ্গে যোগাযোগ করে। ভারতীয় সেনা সম্বন্ধে নানা গুরুত্বপূর্ণ তথ্য সে আইএসের কাছে পৌঁছে দেবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে।

জানা গিয়েছে ধৃতের নাম গুরমুখ সিং। তাঁর কাছ থেকে মোবাইল ফোন, পাসপোর্ট উদ্ধার হয়েছে। এছাড়াও ভারতীয় সেনাবাহিনী সংক্রান্ত একাধিক ছবি পাওয়া গিয়েছে তাঁর ফোন ঘেঁটে। পাঞ্জাব পুলিশ সূত্রে খবর, জম্মু-কাশ্মীর পুলিশের কাছ থেকে খবরের সূত্র ধরে গুরমুখকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, গুরমুখ ইতিমধ্যেই দুবার পাকিস্তানে গিয়েছে। প্রথমবার সে যায় ২০০৯ সালে। সেবার পর্যটক হিসেবেই পাকিস্তানে গিয়েছিল সে। তিন বছর পর আবারও পাকিস্তানে যায় গুরমুখ। দ্বিতীয় সফরের সময়ই তাঁর সঙ্গে আইএসআই আধিকারিকদের সাক্ষাৎ হয়। কথাও হয় দু’পক্ষের মধ্যে৷ ভারতীয় সেনাবাহিনীর কার্যকলাপ নিয়ে তথ্য চাওয়া হয়েছিল তার কাছে। দেশের ফেরার পর থেকে আইএসআই-এর হয়েই সে কাজ করত বলে জেরায় গুরমুখ স্বীকার করেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই সংস্থার সঙ্গে তিনি যোগাযোগ রাখত বলে জানা গিয়েছে। এর বদলে বেশকিছু টাকাও পেয়েছিল গুরমুখ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*