
রোজদিন ডেস্ক, কলকাতা:- ক্রিকেট মাঠ ছাড়ার পর টেলিভিশন সঞ্চালক হিসেবেও বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন মহারাজ। হ্যাঁ আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি।
খেলার জগতের পরে তিনি বিশেষ করে টেলিভিশন জগতে এসে জি বাংলার ‘দাদাগিরি’ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সকলের মন কেড়ে নিয়েছেন। মাঝে কিছুদিন এই অনুষ্ঠানের সঞ্চালনায় পরিবর্তন এলেও, সৌরভ আবার ফিরে এসেছিলেন তার চেনা মঞ্চে।
তবে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছিল যে, ‘দাদাগিরি’তে হয়তো আর তাকে দেখা যাবে না, যা দাদার ভক্তদের মন খারাপ করে দিয়েছিল। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে এবার এক বড়সড় খবর সামনে এসেছে – সৌরভ গঙ্গোপাধ্যায় যুক্ত হতে চলেছেন স্টার জলসার সঙ্গে এবং সেখানে তিনি দুটি মেগা শোয়ের অংশ হবেন। এই খবরে সম্প্রতি নিজেই সিলমোহর দিয়েছেন ‘মহারাজ’।
সূত্র মারফত জানা গেছে, স্টার জলসার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রায় ১২৫ কোটি টাকার একটি ঐতিহাসিক চুক্তি হতে চলেছে। এই চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের জুলাই মাস থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে স্টার জলসার পর্দায় দেখা যাবে। তিনি শুধুমাত্র একটি কুইজ শো-ই নয়, জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’-র সঞ্চালনাও করবেন বলে শোনা যাচ্ছে।
আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমায় নতুন একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, আর আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমার ভেতরে নতুন নতুন কাজ করার, নতুন কিছু তৈরি করার নেশা সারা ক্ষণ কাজ করে। সেই কারণেই নতুন চ্যানেলে নতুন রূপে আসতে চলেছি।”
মহারাজ আরো বলেন, “এখন আর টাকার নেশায় কোনো কাজ করি না, কাজের নেশায় কাজ করে যাই। কীভাবে আরও ভালো কাজ করতে পারি – এই ভাবনাটাই আমাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়।”
বর্তমানে নিজেকে নতুন রূপে দর্শকদের সামনে তুলে ধরার জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন সৌরভ। সূত্র মারফত জানা গেছে, স্টার জলসায় তার নতুন দুটি শোর জন্য তিনি বছরে মোট ৩৪ দিন সময় বরাদ্দ করবেন। তবে এখানেই শেষ নয়, খেলার জগৎ থেকে অবসরের পরেও মহারাজ ভীষণ ব্যস্ত। বর্তমানে তিনি ৪৮টি ভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনী মুখ।
Be the first to comment