রোজদিন ডেস্ক :- আজ প্রকাশিত হল ICSE ও ISC-র ফল। এবার বোর্ডের পরীক্ষায় ফলাফলে নজর কেড়েছে রাজ্য। এ বার দু’টি পরীক্ষাতেই উজ্জ্বল এ রাজ্যের ছাত্রীরা। প্রতিযোগিতা এড়াতে কোনও মেধা তালিকা প্রকাশ করেনি CISCE। তবে নম্বরের নিরিখে ISC-তে রাজ্যে শীর্ষে ঠাকুরপুকুরের রীতিশা বাগচী। কলা বিভাগে কার্যত ষোলকলা পূর্ণ করেছেন তিনি। রীতিশা বাগচী বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্রী। রেজাল্ট যেন সোনায় বাঁধানো। কলা বিভাগে পড়াশোনা করেও সব স্ট্রিমকে টেক্কা দিয়েছেন এ-মেয়ে। জোকা বিবেকানন্দ মিশনের কলাবিভাগের ছাত্রী রীতিশার বেস্ট অফ ফোরে, প্রাপ্ত নম্বর ৪০০-র মধ্য়ে ৩৯৯। এই ১ নম্বর কোথায় গেল, সেটাই খুঁজে বের করতে মার্কশিটে চোখ রাখা। ইতিহাসে পেয়েছেন, ১০০-এ ১০০। সমাজবিজ্ঞানে ১০০-এ ১০০। মনস্তত্ত্বে ১০০-এ ১০০। ইংরেজিতে ১০০-এ ৯৯। সেটাই আফশোস ছাত্রীর। তিনি বলেন “সব আমার পছন্দর বিষয়। আমি ছোট থেকেই ঠিক করেছিলাম হিউম্যানিটিজ নিয়েই পড়ব। আর কিছুই ভাল লাগত না। তাই ১১ থেকেই বিষয়গুলি বড্ড পছন্দ হতে শুরু করে। তাই ভাল রেজাল্ট করতেই হবে, ঠিক করে রেখেছিলাম।” রীতিশার বিশ্বাস, ভাল করে পড়লে , বিষয় যাই হোক নম্বর ভাল পাওয়া যায়। আগামী দিনে ইতিহাস নিয়ে পড়তে চান রীতিশা। তারপর চান সাংবাদিকতা করতে। লেখালিখই করতে ভালবাসেন। আগামী দিনে সেই নিয়েই এগোতে চান।
Be the first to comment