পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ভিটে থেকে কি কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী? দেখে নিন বিস্তারিত!

Spread the love

আজ মেদিনীপুরের বীরসিংহ গ্রামে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ভিটেতে তাঁর ২০০ বছর পূর্তিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ঘোষণা করেন…

★ বিদ্যাসাগর কলেজকে হেরিটেজ কলেজ করা হবে, এখানে একটি আর্কাইভ করা হবে।

★ সংস্কৃত কলেজে একটি নতুন আর্কাইভ করা হবে।

★ সংস্কৃত ইউনিভার্সিটি করা হবে।

★ বিদ্যাসাগরের কলকাতার বাদুড়বাগানের বাড়ির মিউজিয়ামটি নতুন করে নির্মান করা হবে।

★ মাতৃদেবীর নামে প্রতিষ্ঠিত ভগবতী দেবী স্কুল হেরিটেজ করা হবে।

★ রাজ্যের সব কলেজে বিদ্যাসাগরের উপর  সেমিনার করার জন্য ২ লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।

  ★ আড়াই কোটি টাকা খরচ করে বিদ্যাসাগর স্মৃতিমন্দির সংরক্ষণ করা হবে।

★মেট্রোপলিটন কলেজের উন্নতির জন্য আমরা ৫০কোটি টাকা এককালীন দেওয়া হবে।

★ বিদ্যাসাগরের নামে আকাডেমি করা হবে,  তাঁর হাতে লেখা সব বইগুলির জন্য ডিজিটাল লাইব্রেরী করা হবে।

★ বিদ্যাসাগর স্মৃতি মন্দিরটি সংস্কার করা হবে।

★বিদ্যাসাগরের নামে একটা গবেষণা কেন্দ্র করা হবে। 

★শান্তিনিকেতন বা জোড়াসাঁকোর মতো বীরসিংহ গ্রামে এডুকেশন্যাল ট্যুরিস্ট হাব করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*