আজ মেদিনীপুরের বীরসিংহ গ্রামে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ভিটেতে তাঁর ২০০ বছর পূর্তিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ঘোষণা করেন…
★ বিদ্যাসাগর কলেজকে হেরিটেজ কলেজ করা হবে, এখানে একটি আর্কাইভ করা হবে।
★ সংস্কৃত কলেজে একটি নতুন আর্কাইভ করা হবে।
★ সংস্কৃত ইউনিভার্সিটি করা হবে।
★ বিদ্যাসাগরের কলকাতার বাদুড়বাগানের বাড়ির মিউজিয়ামটি নতুন করে নির্মান করা হবে।
★ মাতৃদেবীর নামে প্রতিষ্ঠিত ভগবতী দেবী স্কুল হেরিটেজ করা হবে।
★ রাজ্যের সব কলেজে বিদ্যাসাগরের উপর সেমিনার করার জন্য ২ লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।
★ আড়াই কোটি টাকা খরচ করে বিদ্যাসাগর স্মৃতিমন্দির সংরক্ষণ করা হবে।
★মেট্রোপলিটন কলেজের উন্নতির জন্য আমরা ৫০কোটি টাকা এককালীন দেওয়া হবে।
★ বিদ্যাসাগরের নামে আকাডেমি করা হবে, তাঁর হাতে লেখা সব বইগুলির জন্য ডিজিটাল লাইব্রেরী করা হবে।
★ বিদ্যাসাগর স্মৃতি মন্দিরটি সংস্কার করা হবে।
★বিদ্যাসাগরের নামে একটা গবেষণা কেন্দ্র করা হবে।
★শান্তিনিকেতন বা জোড়াসাঁকোর মতো বীরসিংহ গ্রামে এডুকেশন্যাল ট্যুরিস্ট হাব করা হবে।
Be the first to comment