করোনার বলি হলেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর এক শীর্ষ অফিসার৷ মৃত ওই অফিসারের নাম ব্রিগেডিয়ার হাসান আফজল৷ তিনি বালোচিস্তানে আইএসআই-এর হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতেন৷
সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী হাসান আফজল বালোচিস্তানে আইএসআই-এর সেক্টর কমান্ডার ছিলেন৷ বালোচিস্তানে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য বালোচিস্তানে কার্যত কোনও পরিকাঠামোই তৈরি করা হয়নি বলে অভিযোগ৷ সেই কারণেই ওই অফিসারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ৷
পাকিস্তানের সবথেকে অনুন্নত প্রদেশ বালোচিস্তান৷ অভিযোগ, সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৯০০০ ছাড়িয়ে গিয়েছে৷ বালোচিস্তানের স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর জেনারেল সেলিম আব্রো কয়েকদিন আগেই আশঙ্কা প্রকাশ করে বলেন, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বালোচিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে যেতে পারে৷ তিনি আরও জানান, ইতিমধ্যেই বালোচিস্তানের মোট জনসংখ্যার ৪০ শতাংশই করোনায় আক্রান্ত হয়েছে৷ তবুও বালোচিস্তানে এখনও পর্যন্ত করোনা রোগীদের জন্য একটিও সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি করা হয়নি৷
বালোচিস্তানের স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর জেনারেল সেলিম আব্রো আফশোসের সুরে বলেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা দেশে কড়া লকডাউনের সুপারিশ করেছিলেন৷ কিন্তু সেই পরামর্শ না শুনে পাকিস্তান সরকার জনজীবন প্রায় স্বাভাবিক করে ‘স্মার্ট’ লকডাউন শুরু করে৷
শনিবার পর্যন্ত পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৪ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৪৩৬৷
Be the first to comment