লিগ শিল্ডয়ের পরে আইএসএল কাপের রংও সবুজ মেরুন! বেঙ্গালুরুকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান

Spread the love

রোজদিন ডেস্ক: লিগ শিল্ড জয়ের পরে এবার আইএসএল কাপের রংও সবুজ মেরুন। ওস্তাদের মার শেষ রাতে।নির্ধারিত সময়ে নয়, আইএসএল কাপ জয়ের স্বপ্নের গোল এল অতিরিক্ত সময়ে। গ্রেগ স্টুয়ার্টের বাড়ানো বল ধরে জয়সূচক গোল জেমি ম্যাকলারেনের। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ২-১ গোলে জিতে আইএসএল কাপ মোহনবাগান সুপারজায়ান্টের।
মোহনবাগান সুপারজায়ান্টের হয়ে গোল করেন জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন। বেঙ্গালুরু এফসির গোল আলবার্তোর আত্মঘাতী। সবুজ মেরুন দুই উইং মনবীর সিং এবং লিস্টন কোলাসোর দৌড় বন্ধ করে ম্যাচের রাশ তুলে নিয়েছিল বেঙ্গালুরু এফসি। নয় মিনিটে জেমি ম্যাকলারেনের গোল করার চেষ্টা গুরপ্রীত সিংয়ের বাঁচানো ছাড়া মোহনবাগান সুপারজায়ান্টের আক্রমণ সেভাবে নেই।
বরং ১৯ মিনিটে সুনীল ছেত্রীর হেড শুভাশিস বসু বাঁচানো ছাড়াও একাধিক আক্রমণে মাঠের নিয়ন্ত্রক সুনীল ছেত্রীরাই। একের পর এক আক্রমণে মোহনবাগান তখন কোণঠাসা। হাজার ষাটেক মোহনবাগান সমর্থকের চিৎকার উৎকণ্ঠায় পরিণত।
বিরতির পরে ফের একই ছবি। ক্রমবর্ধমান চাপের কাছে ভাঙল সবুজ মেরুন রক্ষণ। ৪৯ মিনিটে রায়ান উইলিয়ামসের সেন্টার বিপদমুক্ত করতে গিয়ে গোলে পাঠিয়ে দেন সবুজ মেরুনের ডিফেন্ডার আলবার্তো। আত্মঘাতী গোলের সুবাদে বেঙ্গালুরু এফসি ১-০। পরিস্থিতি কঠিন হচ্ছে দেখে হোসে মোলিনা দুইটি বদল করেন। অনিরুদ্ধ থাপার জায়গায় সাহাল আবদুল সামাদ এবং লিস্টন কোলাসোর জায়গায় আশিক কুরিয়ান নামতেই নিয়ন্ত্রণ ফিরে পায় মোহনবাগান সুপারজায়ান্ট।
৭২ মিনিটে জেসন কামিন্সের সেন্টার জেমি ম্যাকলারেন তা ফ্লিক করেন। বল বিপদমুক্ত করতে গিয়ে বক্সের মধ্যে হাতে লাগিয়ে ফেলেন চিঙ্গলসানা। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে গোল করতে ভুল করেননি মোহনবাগানের কামিংস। সমতায় ফেরে সবুজ মেরুন (১-১)। পিছিয়ে পড়া অবস্থা থেকে সমতা। এবার চাপ বাড়াতে থাকে মোহনবাগান সুপারজায়ান্ট। এই সময় কামিন্সকে তুলে গ্রেগ স্টুয়ার্টকে নামান মোলিনা। আরও বেশি নিয়ন্ত্রণ সবুজ মেরুনের।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ের দিকে। অতিরিক্ত সময়ে পাঁচ মিনিটের মাথায় ম্যাকলারেনের গোলে ২-১ এগিয়ে যায় মোহনবাগান। তাঁর শট গুরপ্রিতের দুপায়ের মাঝখান দিয়ে ঢুকে যায় গোলে। এরপরেও খেলায় সমতা ফেরানোর জন্য মরিয়া চেষ্টা চালাতে থাকে বেঙ্গালুরু। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বক্সের বাইরে থেকে সুনীলের নেওয়া একটি ফ্রিকিক বার উচিয়ে চলে যায়। শেষপর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে আইএসএল চ্যাম্পিয়ন হল মোহনবাগান। লিগ-শিল্ড আগেই জিতেছিল তাঁরা। এবার আইএসএল কাপ জেতার মধ্যে দিয়ে মরসুমে জোড়া ট্রফি ঘরে ঢোকাল সবুজ মেরুন শিবির।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*