ইসলামপুরে বনধ ঘিরে চূড়ান্ত অশান্তি সকাল থেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা আরও মাথা চাড়া দেয়। সকাল সাড়ে দশটা নাগাদ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ইসলামপুর। ইট মেরে সরকারি বাস ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত হন এক বাসযাত্রী।
ইসলামপুরের কলেজ মোড়ে সকাল থেকেই জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে বন্ধ সমর্থকরা। ইট মেরে বাসে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি, ৩১ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে বাসে সরকারি বাসে ভাঙচুর চালায় একদল বন্ধ সমর্থক। এক বাস চালকের কথায়, ‘‘মোটরবাইকে চেপে তিন জন এসে বাসের জানলায় ইট মারতে শুরু করে। আমার হাত কেটে যায়। ভিতরে থাকা যাত্রীরাও আহত হন।’’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
পুলিশ ও এলাকার বাসিন্দাদের কথায়, শিলিগুড়ি গামী একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। কলেজ মোড়েই রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে সমর্থনকারীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, পুলিশের গাড়িতেও হামলা চালায় তারা। বড় বড় লাঠি, বাঁশ নিয়ে পুরুষদের পাশাপাশি রাস্তা অবরোধে নেমেছেন মহিলারাও।
জাতীয় সড়কের উপরও আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে সমর্থকারীরা। বাস, লরি ভাঙচুরের চেষ্টা হয়। ইসলামপুর হাইওয়ের উপর বিক্ষিপ্ত ভাবে অশান্তি চলছে সকাল থেকেই। ফলে ব্যাপক যানজট তৈরি হয়েছে।
Be the first to comment