অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রী বোঝাই ডাউন ইস্পাত এক্সপ্রেস। বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে ঢোকার আগেই লাইনচ্যুত হয় ওই ট্রেন।
এদিন সকাল ছ’টা বেজে পাঁচ মিনিটে হাওড়া স্টেশনের ২৩ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল ইস্পাত এক্সপ্রেস। কিন্তু ঢোকার মুখেই ঘটল বিপত্তি। আচমকাই তীব্র শব্দে কেঁপে ওঠেন যাত্রীরা। প্রবল জোরে ব্রেক কষেন ট্রেনের চালক। কার্যত হুমড়ি খেয়ে একে অন্যের গায়ে পড়ে যান যাত্রীরা। কী হয়েছে তা দেখতে ট্রেন থেকে নীচে নামেন বেশ কয়েকজন যাত্রী। আর এরপরেই প্রকাশ্যে এল আসল ঘটনা।
রুট রিলে ইন্টারলকিং সিস্টেম ভেঙে ঢুকে পড়ে ট্রেনটি। ইঞ্জিনের পিছনের কামরার বেশ কয়েকটি চাকা লাইনচ্যুত হয়েছে। এ দৃশ্য দেখে একপ্রকার শিউরেই ওঠেন যাত্রীরা। তবে ট্রেনের গতি কম থাকায় এড়ানো গিয়েছে দুর্ঘটনা।
এই ঘটনার জেরে আপাতত হাওড়ার ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা এবং বেরনো বন্ধ রয়েছে। প্রসঙ্গত, এই তিনটি প্ল্যাটফর্ম দিয়েই দক্ষিণ পূর্ব রেলের বেশিরভাগ ট্রেন যাতায়াত করে। দুর্ঘটনার জেরে ধৌলি এক্সপ্রেস সহ আটকে রয়েছে আটটি ট্রেন। সাঁতরাগাছি স্টেশনে আটকে দেওয়া হয় জগন্নাথ এক্সপ্রেসও। ১৯ এবং ২০ নম্বর প্ল্যাটফর্ম দিয়েই যাতায়াত করছে ট্রেন। বেশ কিছু ট্রেন চলছে নির্ধারিত সময়ের থেকে অনেকতাই দেরিতে।
কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা ক্ষতিয়ে দেখছেন রেলের আধিকারকরা। ঘটনাস্থল পরিদর্শনেও এসেছিলেন রেলের উচ্চপদস্থ কর্তারা। ত্রেনের চালকের সঙ্গেও কথা বলা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Be the first to comment