বড়সড় দুর্ঘটনা এড়াল ওড়িশাগামী ইস্পাত এক্সপ্রেস। ট্রেনটির দু’টি কামরার মাঝের কাপলিং খুলে বিপত্তি। রবিবার সকালে হাওড়া থেকে রওনা দিয়েছিল আপ ইস্পাত এক্সপ্রেস। কিন্তু হাওড়ার বাকসারা গেট পেরোনোর সময় দু’টি কামরার মাঝের কাপলিং খুলে যায়। তার জেরে দু’টি কামরা নিয়ে বেরিয়ে যায় ইঞ্জিনটি।ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
জানা গিয়েছে, রবিবার সকাল ৮টা ৪৩ মিনিটে হাওড়া থেকে ছেড়েছিল ইস্পাত এক্সপ্রেস। সকাল ৯টা ৫ মিনিট নাগাদ বাকসাড়া গেট এলাকায় বিকট আওয়াজ শুনতে পান যাত্রীরা। জানা যায় ওই এক্সপ্রেসটির দ্বিতীয় কামরার কাপলিং খুলে গেছে। তার জেরে ওই দু’টি কামরা নিয়ে ইঞ্জিন চলে যায়। পড়ে থাকে বাকি অংশ। জানা গিয়েছে, সেই সময় ট্রেনের গতিবেগ কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। তবে, এই ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ট্রেনটি সকাল ৯টা ২৫ নাগাদ নিয়ে যাওয়া হয় সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশে।
এক্সপ্রেসের বাকি কামরা এখন রয়েছে সাঁতরাগাছিতে। জানা গিয়েছে, আনা হচ্ছে নতুন ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। কেন এই ঘটনা ঘটল, তাঁর তদন্ত শুরু করেছে রেল।
Be the first to comment