নতুন সাফল্য ইসরোর। মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। বৃহষ্পতিবার একটি মানববাহী ক্যাপসুল নিয়ে পূর্ণাঙ্গ পরীক্ষানিরীক্ষা চালানো হয়। মহাকাশযানে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে অথবা কখনও দুর্ঘটনায় পড়লে, মহাকাশচারীদের কিভাবে নিরাপদে ফিরিয়ে আনা হবে, তার পরীক্ষা ছিল এদিন। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান কেন্দ্র থেকে পরীক্ষাটি চালানো হয়। বলা বাহুল্য, সসম্মানে উত্তীর্ণ হয়েছেন বিজ্ঞানীরা। পরীক্ষাটির পোশাকি নাম ‘প্যাড অ্যাবর্ট সিস্টেম’। ইসরোর চেয়ারম্যান কে শিবন জানান, মানুষকে মহাকাশে পাঠানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মহাকাশচারীর নিরাপত্তা। সেটা সুনিশ্চিত করারই পরীক্ষা ছিল আজ। মহাকাশ অভিযানে মূল মহাকাশ যানে কোনও সমস্যা দেখা দিলে মহাকাশচারী ‘প্যাড অ্যাবর্ট’ নামের এই ক্যাপসুলটির মাধ্যমে নিরাপদে পৃথিবীতে ফিরতে পারবেন। পূর্ণবয়স্ক মানুষের একটি মডেল সহ ক্যাপসুলটিকে যুক্ত করা হয় একটি রকেটের সঙ্গে। সকাল সাতটায় সেই রকেট রওনা দেয়। নির্দি দূরত্ব যাওয়ার পর ক্যাপসুলটি বিচ্ছিন্ন হয়ে যায়। খুলে যায় প্যারাসুট। প্রায় ২৫৯ সেকেন্ড পর ক্যাপসুলটি বঙ্গোপসাগরের একটি নির্দিষ্ট স্থানে এসে নামে। রাশিয়া, আমেরিকা, চিনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে মানুষ পাঠাবে ভারত। তারই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপের পরীক্ষা ছিল এদিন।
Be the first to comment