চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রমের অবস্থান সনাক্ত করতে পেরেছে ISRO। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে ISRO-এর প্রধান কে সিভান এই কথা জানান। তিনি বলেন, আমরা চাঁদের মাটিতে বিক্রমের অবস্থান সনাক্ত করতে পেরেছি। অর্বিটার বিক্রমের (থার্মাল ইমেজ) ছবি তুলেছে। সেই ছবি আমরা বিশ্লেষণ করেছি। আমরা এখনও বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারিনি। তবে চেষ্টা করছি। শীঘ্রই বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হবে বলে আমাদের আশা।
উল্লেখ্য, শনিবার রাত ১টা ৩০ থেকে ২টোর মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল বিক্রমের। সবকিছুই ঠিকঠাকই ছিল। কিন্তু, চন্দ্রপৃষ্ঠের ২.১ কিলোমিটার আগেই বিক্রমের সঙ্গে সংযোগ ছিন্ন হয়ে যায়।
Be the first to comment