আবারও ইতিহাস গড়লো ইসরো, মহাকাশে ১০ নজরদারি উপগ্রহ পাঠালো ভারত

Spread the love

ফের একবার ঐতিহাসিক মূহূর্তের সাক্ষী থাকল গোটা দেশ। মহাকাশে ১০টি নজরদারি উপগ্রহ পাঠাল ইসরো। বুধবার দুপুর ৩.২৫ মিনিট নাগাদ শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশে উৎক্ষেপণ হয় ইসরোর পিএসএলভি-সি৪৮ রকেটের। রিস্যাট-২বিআর১ সহ আরও নয়টি নজরদারি উপগ্রহ পাঠানো হয় মহাকাশে। পিএসএলভি’র এটি ৫০তম মিশন বলে আজ দিনটা ইসরোর কাছে অত্যন্ত গর্বের।

এদিন ইজরায়েল, ইটালি ও জাপানের একটি করে এবং আমেরিকার ছটি উপগ্রহ এদিন মহাকাশে পাঠায় ইসরো। ইসরো কর্তৃপক্ষ জানিয়েছে, পিএসলভি রকেট প্রথমে মহাকাশে রিস্যাট-২বিআর১ উপগ্রহ কক্ষপথে স্থাপন করার পর বাকি ন’টি বিদেশি উপগ্রহ স্থাপন করবে। এই পুরো বিষয়টি ২১ মিনিটের মধ্যে সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। এদিন উৎক্ষেপণের আগে তিরুমালার তিরুপতি বালাজি মন্দিরে পুজো দেন ইসরোর চেয়ারম্যান কে শিবন।

শিবন এদিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই মিশন আক্ষরিক অর্থেই ঐতিহাসিক কারণ, পিএসএলভি রকেটের এটি ৫০তম উৎক্ষেপণ এবং শ্রীহরিকোটা থেকে এটি ৭৫তম অভিযান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*