১০০ তম উপগ্রহের সফল উৎক্ষেপণ ইসরোর

Spread the love

শনিবার ১০০তম উপগ্রহ উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে কার্টোস্যাট-২ সিরিজের উপগ্রহ এদিন সকাল ৯.২৮ মিনিট নাগাদ উৎক্ষেপণ করা হয় ৷ মহাকাশে নিয়ে যাওয়া হচ্ছে সব মিলিয়ে ৩১টি উপগ্রহ যার মোট ওজন ১৩২৩ কেজি ৷ এর মধ্যে ৩টি স্যাটেলাইট ভারতের ও বাকি ২৮টি অন্য ৬টি দেশের। এর মধ্যে রয়েছে ফিনল্যান্ড, কানাডা, মার্কিন যুক্ররাষ্ট্র, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত রাষ্ট্র। মহাকাশের ছবি সংগ্রহের জন্য তৈরি হওয়ায় এটি আই ইন দ্য স্কাই নামেই পরিচিত৷ বিশেষত এর সাহায্যে প্রতিবেশী দেশ পাকিস্তানের ওপর নজর রাখতে সুবিধা হবে বলে জানা গিয়েছে৷ উল্লেখ্য, দেশীয় প্রযুক্তিতে তৈরি ৩টি স্যাটেলাইটের ওজন প্রায় ৭১০, ১০০ ও ৫ কিলোগ্রাম।

প্রসঙ্গত, গত বছর অগাস্টে পিএসএলভি উৎক্ষেপণ করতে ব্যর্থ হয়েছিল ইসরো। আর দীর্ঘ সময় ধরে গবেষকরা পরীক্ষা করে অবশেষে প্রায় চার মাস পর শনিবার পিএসএলভির সফল উৎক্ষেপণ করলো ভারত। এদিন স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের পর ইসরোর সমস্ত গবেষকদের কুর্ণিশ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*