শনিবারই মহাকাশে ৩১ টি স্যাটেলাইট পাঠাতে চলেছে ইসরো

Spread the love

আর কয়েক ঘন্টা পরই ইতিহাসের পাতায় নাম তুলতে চলেছে ইসরো। প্রসঙ্গত, শনিবারই ৩১টি স্যাটেলাইট লঞ্চ করার পরিকল্পনা রয়েছে ইসরোর। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ২৮টি মার্কিন এবং ৫টি অন্যান্য স্যাটেলাইট সহ কার্টোস্যাট লঞ্চ করা হবে। উল্লেখ্য, এই অভিযানেই প্রথমবারের জন্য ব্যবহার করা হবে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেইকল। পাশাপাশি, এই অভিযানে নজরদারি চালানোর জন্য ভারতের কার্টোস্যাট-২ সিরিজের স্যাটেলাইটও পাঠানো হবে৷ যার এক একটির ওজন প্রায় ৭১০কেজি।

জানা গিয়েছে, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, কোরিয়া, ব্রিটেন এবং আমেরিকা থেকে মোট ৫টি ন্যানো স্যাটেলাইট আসছে। এছাড়াও থাকবে ভারতের একটি মাইক্রো ও একটি ন্যানো স্যাটেলাইট এবং কার্টোস্যাট স্যাটেলাইট। এই স্যাটেলাইট গুলি গ্রামীণ এবং সমুদ্রের পাড়ে থাকা এলাকাগুলির উন্নয়নে বিশেষভাবে সহায়তা করবে বলে জানিয়েছেন ইসরোর উচ্চপদস্থ আধিকারিকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*