‘পাঁচ বছরে বাংলায় নকশালদের দমন করা সম্ভব হয়েছে’ জানালেন রাজীব কুমার

Spread the love

রোজদিন ডেস্ক :-‘পাঁচ বছরে বাংলায় নকশালদের দমন করা সম্ভব হয়েছে’। রাজ্য পুলিশর বড়সড় সাফল্যের কথা নিজে মুখে জানালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

যে সময় নকশাল দমন নিয়ে ঝাড়খন্ড, বিহার, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্যের পুলিশ ক্রমাগত পরিশ্রম চালিয়ে যাচ্ছে, সেই সময় বাংলার পুলিশ নকশাল দমন করতে সক্ষম হয়েছে। ব্যারাকপুর লাটবাগানে রাজ্য পুলিশের ‘পাসিং আউট সেরিমনি’ অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই দাবি করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
ব্যারাকপুর লাটবাগান স্বামী বিবেকানন্দ পুলিশ ট্রেনিং ময়দানে আয়োজিত হয় পশ্চিমবঙ্গ পুলিশের ২০২৩-২৪ সালের পাসিং আউট সেরিমনি। ওই ‘পাসিং আউট সেরিমনি’ অনুষ্ঠানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ছাড়াও আই জি ট্রেনিং প্রনব কুমার-সহ রাজ্য পুলিশের অন্যান্য অধিকারিকরা হাজির ছিলেন। এদিন প্রশিক্ষণ শেষ করে ৮৫০ জন পুলিশ কর্মী সরাসরি রাজ্য পুলিশের এস আই পদে যোগদান করলেন। কুচকাওয়াজের মাধ্যমে এদিন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে অভিবাদনের পাশাপাশি সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
প্রসঙ্গত, এনডিএ সরকার তৃতীয় বার দেশে ক্ষমতায় আসার পরেই নকশাল দমন নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠক থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে নকশাল বা মাওবাদী নির্মূল করার লক্ষ্যমাত্রা নেয় কেন্দ্র।
যখন দেশের সরকার নকশাল দমন করতে চাইছে, তখন ইতিমধ্যেই বাংলার পুলিশ নকশাল দমন করতে সক্ষম হয়েছে। অর্থাৎ বলাই বাহুল্য ‘বাংলা আজ যা ভাবে, কাল ভারত তা ভাববে’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*