লুকাকুদের দৌড় থামিয়ে ইউরোর শেষ চারে ইতালি

Spread the love

খাতায় কলমে ফিফার একনম্বর দল বেলজিয়াম ও তাদের সোনার প্রজন্মকে এবারের মতো ইউরোর মঞ্চ থেকে বিদায় দিল ইতালি ৷ শুক্রবার রাতে মিউনিখের মাঠে ২-১ গোলে জিতে সেমিফাইনালের টিকিট পাকা করল আজ্জুরিরা ৷ ইতালির দুটি গোলের পাশে মিডফিল্ডার নিকোলো বারেল্লা এবং লরেঞ্জো ইনসিগনের নাম লেখা রয়েছে ৷ বেলজিয়ামের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন রোমেলু লুকাকু ৷

চোটের কারণে অধিনায়ক এডেন হ্যাজার্ড এদিন ছিলেন না ৷ তাঁর স্থান নিয়েছিলেন জেরেমি ডোকু ৷ প্রথম থেকে আক্রমণ, প্রতি আক্রমণে জমে উঠেছিল বেলজিয়াম-ইতালি ম্যাচ ৷ ৩১ মিনিটে প্রথম সাফল্য আসে ইতালির ঝুলিতে ৷ নিকোলো বারেল্লা এগিয়ে দেন ইতালিকে ৷ প্রথমার্ধের একটু আগে ফের গোল করে ইতালি ৷ এবার লরেঞ্জো ইনসিগনে ৷ ইউরোর কোয়ার্টার ফাইনালের ম্যাচ বিরতিতে যাওয়ার আগেই বেলজিয়ানদের এলোমেলোভাব ফুটে ওঠে ৷

হ্যাজার্ড না থাকলেও লুকাকু, ডোকু, ব্রুইনরা জর্জিও চিয়েলিনির ইতালিকে বেগ দিয়ে যাচ্ছিলেন সমানে ৷ এই ম্যাচের আগে তাঁর কথা বারবার কেন উঠে আসছিল তা ম্যাচ চালাকালীন বুঝিয়ে দিলেন কেভিন ডি ব্রুইন ৷ শুধু গোল করাটাই বাকি ছিল তাঁর ৷ আর সেটা করতে পারলে ষোলোকলা পূর্ণ হত ৷

দুই গোলে পিছিয়ে থাকা বেলজিয়ামের রক্ষায় শেষমেশ এগিয়ে আসেন হ্যাজার্ডের পরিবর্তে মাঠে নামা জেরেমি ডোকু ৷ ৪৫ মিনিটের মাথায় নিজেদের বক্সে ডোকুকে ফাউল করেন লরেঞ্জো ৷ পেনাল্টি পায় বেলজিয়াম ৷ স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান লুকাকু ৷

একটা সময় মনে হচ্ছিল গোলের বন্যায় জমে উঠবে ম্যাচ ৷ কিন্তু ইতালির বিশ্বমানের রক্ষণভাগ সেই আশায় জল ঢেলে দিয়েছে ৷ ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ইতালি ৷ ২০১৮ বিশ্বকাপে তৃতীয় স্থানাধিকারী ও ফিফা ক্রমতালিকায় পয়লা নম্বর দলটিকে ফের একবার খালি হাতে ফিরতে হল ৷

ম্যাচ জিতলেও আজ্জুরিদের চিন্তার কারণ লিওনার্দো স্পিনাজ্জোলা চোট ৷ ম্যাচ চলাকালীন চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ইতালির এই দুরন্ত লেফটব্যাক ৷ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি ৷ মাঠ ছাড়ার সময় চোখের জল দেখা গিয়েছে তাঁর ৷ চোটের কারণে টুর্নামেন্ট এখানেই শেষ হয়ে গেল ভেবেই হয়তো ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*