চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির বিশ্বকাপে যেতে হলে আগামীকাল সোমবারের ম্যাচ জিততেই হবে। ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপ খেলা হয়নি ইতালির। ৬০ বছর পর সেই দুঃস্বপ্ন ফিরিয়ে এনেছে সেই সুইডেন নামটাই! গত পরশু প্লে-অফের প্রথম ম্যাচে সুইডেনের মাঠে ইতালি হেরেছে ১-০ গোলে।
ইতালিকে ১-০ গোলে হারানোর পর গ্যালারিতে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছিলেন সুইডিশ কিংবদন্তি ইব্রাহিমোভিচ। তাঁর মতো আনন্দে ভেসেছে পুরো ফ্রেন্ডস অ্যারেনা। প্রথম লেগে ইতালির মতো প্রতিপক্ষকে হারিয়ে ২০০৬ সালের পর বিশ্বকাপে ফেরার বীজ বুনে ফেলেছে সুইডেন। শুরু থেকে মাঠের ফুটবল আর মেজাজে আক্রমণাত্মক ছিল তারা।
বিশ্বকাপে ইতালিকে যেতে পরের ম্যাচে ২-০ গোলে জিততেই হবে। সুইডেন ১ গোল দিয়ে বসলে জিততে হবে ৩-১ ব্যবধানে। আর ফল ১-০ হলে ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকারে।
Be the first to comment